Ajker Patrika

নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২২: ৪৫
নাটোর আদালতের মালখানার চুরি হওয়া ২৪ লাখ টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার
চুরি হওয়া টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া ২৪ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার আদালত এলাকার একটি প্রাচীরের নিচ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশের হেফাজতে থাকা এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এসব মালামাল উদ্ধার করা হয়।

আজ রাতে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের হেফাজতে থাকা ছাব্বির নামের এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সার্কিট হাউসের প্রাচীরঘেঁষা একটি স্থান থেকে টাকা ও স্বর্ণ-রুপা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্র প্রথমে জানালার গ্রিল কেটে আদালত ভবনে প্রবেশ করে। এরপর তারা সিসিটিভির সংযোগ ও ভিডিও রেকর্ডার বিচ্ছিন্ন করে দেয়। পরে স্টোররুমের তালা ভেঙে ভেতরে ঢুকে তারা ৬১ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা, ১৬ ভরি স্বর্ণ ও ১৯ কেজি রুপা চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার সকালে কোর্ট পুলিশের কর্মকর্তারা অফিসে ঢুকে স্টোররুমের তালা ভাঙা দেখতে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া টাকার মধ্যে ২৪ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত