বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার এড়াতে শত শত নেতা-কর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নেতা-কর্মীরা তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আবার কেউ কেউ মোবাইল ফোন বাড়িতে রেখে অন্যত্র পালিয়ে রয়েছেন। একান্ত প্রয়োজনে তাঁরা অনলাইনের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিদিনই দলীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মহড়া দিচ্ছেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, গত রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। এরপর থেকে এখন পর্যন্ত পুলিশ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া প্রতিনিয়ত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে পুলিশ। তাই গ্রেপ্তারের আতঙ্কে ৪ হাজারের অধিক নেতা-কর্মী বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন।
বিএনপির সাধারণ কর্মীদের দাবি, বাগাতিপাড়ায় বিএনপির কোনো ধরনের হরতাল বা অবরোধের পক্ষে মিছিল পর্যন্ত হয়নি। কোনো ধরনের পিকেটিং বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। বরং সরকারি দল লাঠি নিয়ে মিছিল করছে। বিভিন্ন স্থানে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। পুলিশ তাদের কিছুই বলছে না। পুলিশের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানান তাঁরা।
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ বিএনপির কর্মীদেরও গ্রেপ্তার করছে। তাই কয়েক দিন ধরে কোনো অন্যায় না করেও শুধু বিএনপির রাজনীতি করি বলে আসামির মতো পালিয়ে বেড়াচ্ছি।’
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু রায়হানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর স্ত্রী রিসিভ করেন। তাঁর স্ত্রী বলেন, ‘ফোন বাড়িতে রেখে কয়েক দিন ধরে তিনি বাড়িতে নেই। কোথায় আছে আমি জানি না।’
যুবদলের আরেকজন যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের করা মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপির সাধারণ কর্মীদের পর্যন্ত বাড়িতে থাকা হারাম হয়ে গেছে। পুলিশ প্রতিদিন নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার এড়াতে উপজেলার ৪ হাজারের বেশি নেতা-কর্মী বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন।’
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্যসচিব হাফিজুর রহমানের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে।
তবে সদস্যসচিব হাফিজুর রহমানের একান্ত সহযোগী জামনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘হাফিজুর রহমান বাড়িতে নেই। অনেক দূরে রয়েছেন। তাঁর মোবাইল বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে তাঁর সঙ্গে অনলাইনে যোগাযোগ হচ্ছে।’
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের একটি স্থানে মিটিং করতে দেখা গেছে। সেখানে নাশকতার সরঞ্জামও পাওয়া গেছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে।’

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার এড়াতে শত শত নেতা-কর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নেতা-কর্মীরা তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আবার কেউ কেউ মোবাইল ফোন বাড়িতে রেখে অন্যত্র পালিয়ে রয়েছেন। একান্ত প্রয়োজনে তাঁরা অনলাইনের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিদিনই দলীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মহড়া দিচ্ছেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, গত রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। এরপর থেকে এখন পর্যন্ত পুলিশ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া প্রতিনিয়ত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে পুলিশ। তাই গ্রেপ্তারের আতঙ্কে ৪ হাজারের অধিক নেতা-কর্মী বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন।
বিএনপির সাধারণ কর্মীদের দাবি, বাগাতিপাড়ায় বিএনপির কোনো ধরনের হরতাল বা অবরোধের পক্ষে মিছিল পর্যন্ত হয়নি। কোনো ধরনের পিকেটিং বা ভাঙচুরের ঘটনাও ঘটেনি। বরং সরকারি দল লাঠি নিয়ে মিছিল করছে। বিভিন্ন স্থানে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। পুলিশ তাদের কিছুই বলছে না। পুলিশের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানান তাঁরা।
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ বিএনপির কর্মীদেরও গ্রেপ্তার করছে। তাই কয়েক দিন ধরে কোনো অন্যায় না করেও শুধু বিএনপির রাজনীতি করি বলে আসামির মতো পালিয়ে বেড়াচ্ছি।’
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু রায়হানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর স্ত্রী রিসিভ করেন। তাঁর স্ত্রী বলেন, ‘ফোন বাড়িতে রেখে কয়েক দিন ধরে তিনি বাড়িতে নেই। কোথায় আছে আমি জানি না।’
যুবদলের আরেকজন যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের করা মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপির সাধারণ কর্মীদের পর্যন্ত বাড়িতে থাকা হারাম হয়ে গেছে। পুলিশ প্রতিদিন নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার এড়াতে উপজেলার ৪ হাজারের বেশি নেতা-কর্মী বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন।’
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন ও সদস্যসচিব হাফিজুর রহমানের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে।
তবে সদস্যসচিব হাফিজুর রহমানের একান্ত সহযোগী জামনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘হাফিজুর রহমান বাড়িতে নেই। অনেক দূরে রয়েছেন। তাঁর মোবাইল বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে তাঁর সঙ্গে অনলাইনে যোগাযোগ হচ্ছে।’
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের একটি স্থানে মিটিং করতে দেখা গেছে। সেখানে নাশকতার সরঞ্জামও পাওয়া গেছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে