চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার চারঘাট উপজেলার ছয় ইউপিতে ভোট হয়েছে। এগুলোর মধ্যে নিমপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামানকে পরাজিত করে জয় পেয়েছেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। নৌকার প্রার্থী পরাজয়ের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতারা ওই ইউনিয়নের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীকে দায়ী করেছেন।
এরই মধ্যে গতকাল সোমবার নিমপাড়া ইউনিয়নে বিজয় মিছিল করেন বিএনপি নেতা মিজানুর রহমান। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও তাঁর ছেলে খলিল হোসেন। যা নিয়ে উপজেলাজুড়ে নেতা-কর্মীদের ভেতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সিনিয়র একজন নেতার এমন আচরণে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বিষোদ্গার করছেন।
চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, ‘নিমপাড়ায় আওয়ামী লীগের পরাজয়ের প্রধান কারণ সিনিয়র নেতা সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীর নৌকার বিরোধিতা। বিএনপি নেতা জয়লাভের পর সাইফুল ইসলাম ও তাঁর ছেলে বিজয় মিছিল করেছেন। আমাদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘নৌকা পরাজিত হওয়ায় আওয়ামী লীগ নেতার বিজয় উল্লাস দেখা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। আমরা বিষয়টি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি। আশা করছি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে সব অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল বলেন, ‘নৌকার প্রার্থী মনিরুজ্জামান নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে একটুও সমন্বয় করেননি। তিনি জয়ের ব্যাপারে অধিক আশাবাদী ছিলেন। এ জন্য পরাজিত হয়েছেন। এখানে আমার দোষ নেই। আর বিএনপি নেতার বিজয় মিছিলে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম না। বিএনপি নেতার সঙ্গে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা ভোটের পর তারা আমার বাড়ির সামনে এলে তখন কিছু মানুষের অনুরোধে তোলা।’

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার চারঘাট উপজেলার ছয় ইউপিতে ভোট হয়েছে। এগুলোর মধ্যে নিমপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামানকে পরাজিত করে জয় পেয়েছেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। নৌকার প্রার্থী পরাজয়ের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতারা ওই ইউনিয়নের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীকে দায়ী করেছেন।
এরই মধ্যে গতকাল সোমবার নিমপাড়া ইউনিয়নে বিজয় মিছিল করেন বিএনপি নেতা মিজানুর রহমান। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল ও তাঁর ছেলে খলিল হোসেন। যা নিয়ে উপজেলাজুড়ে নেতা-কর্মীদের ভেতর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সিনিয়র একজন নেতার এমন আচরণে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বিষোদ্গার করছেন।
চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বলেন, ‘নিমপাড়ায় আওয়ামী লীগের পরাজয়ের প্রধান কারণ সিনিয়র নেতা সাইফুল ইসলাম দুলাল ও যুবলীগের নেতা সুজন আলীর নৌকার বিরোধিতা। বিএনপি নেতা জয়লাভের পর সাইফুল ইসলাম ও তাঁর ছেলে বিজয় মিছিল করেছেন। আমাদের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, ‘নৌকা পরাজিত হওয়ায় আওয়ামী লীগ নেতার বিজয় উল্লাস দেখা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত। আমরা বিষয়টি জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি। আশা করছি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে সব অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম দুলাল বলেন, ‘নৌকার প্রার্থী মনিরুজ্জামান নির্বাচনের ব্যাপারে আমার সঙ্গে একটুও সমন্বয় করেননি। তিনি জয়ের ব্যাপারে অধিক আশাবাদী ছিলেন। এ জন্য পরাজিত হয়েছেন। এখানে আমার দোষ নেই। আর বিএনপি নেতার বিজয় মিছিলে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম না। বিএনপি নেতার সঙ্গে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা ভোটের পর তারা আমার বাড়ির সামনে এলে তখন কিছু মানুষের অনুরোধে তোলা।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৫ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে