চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে মো. শাহিনের দেওয়া ধাক্কায় বাবা আবদুল বারি (৫৭) মারা গেছেন। ঘটনার পরপরই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল বারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
মৃতের স্বজন রেজাউল হক জানান, আবদুল বারির বড় ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন এবং সপ্তাহখানেক আগে আবার ফিরেও যান। তখন থেকে টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু হয়। এরই জেরে গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহিন তাঁর ভাবি আলহামরাকে গালিগালাজ করেন এবং মারতে উদ্যত হন। এ সময় বাবা আবদুল বারি পুত্রবধূকে রক্ষা করতে গেলে শাহিন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় আবদুল বারি মুখে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করেন ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে শাহিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ বিশু কর্মকর বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ আমরা কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় ঘাতক ছেলে শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, মৃতের পরিবারের কেউ থানায় আসতে রাজি হয়নি। এমনকি থানায়ও খবর দেয়নি। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, মৃতের পুত্রবধূ আলহামরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে ঘাতক ছেলে শাহিনকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, মৃতের মুখের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে