বগুড়া প্রতিনিধি

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটি ও সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাঁদের মনোনয়ন বাতিল করেন। আজ রোববার দুপুরে যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হিরো আলমের দুটি আসনেরই মনোনয়ন বাতিল করায় হিরো আলম জানিয়েছেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, অ্যাডভোকেট ইলিয়াস আলী, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ লালু, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান জুয়েল ও তাজ উদ্দিন। তাঁদের মধ্যে তাজ উদ্দিন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন। অন্য সবাই স্বতন্ত্র প্রার্থী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দাখিল করা মোট ভোটারের ১ শতাংশের সমর্থন ও স্বাক্ষরসংবলিত তালিকায় গরমিল পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মনোনয়নপত্রে নিজেই স্বাক্ষর করেননি এবং তাঁর প্রস্তাবক ও সমর্থকেরও কোনো স্বাক্ষর নেই।
বগুড়া-৬ (সদর) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান।
এই আসনেও সমর্থকদের স্বাক্ষর করা তালিকায় গরমিল পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নিজের এবং তাঁর সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষর ছিল না মনোনয়নপত্রে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৯, ১০ ও ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারলে তাঁদের প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে।
প্রার্থিতা বাতিল প্রসঙ্গে আলোচিত হিরো আলম বলেন, ‘একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলাম। এবারও আপিল করব এবং আশা করছি দুই আসনেই আমার প্রার্থিতা ফিরে পাব।’

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ত্রুটি ও সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাঁদের মনোনয়ন বাতিল করেন। আজ রোববার দুপুরে যাচাই-বাছাইকালে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হিরো আলমের দুটি আসনেরই মনোনয়ন বাতিল করায় হিরো আলম জানিয়েছেন, তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, অ্যাডভোকেট ইলিয়াস আলী, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ লালু, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান জুয়েল ও তাজ উদ্দিন। তাঁদের মধ্যে তাজ উদ্দিন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন। অন্য সবাই স্বতন্ত্র প্রার্থী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে দাখিল করা মোট ভোটারের ১ শতাংশের সমর্থন ও স্বাক্ষরসংবলিত তালিকায় গরমিল পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মনোনয়নপত্রে নিজেই স্বাক্ষর করেননি এবং তাঁর প্রস্তাবক ও সমর্থকেরও কোনো স্বাক্ষর নেই।
বগুড়া-৬ (সদর) আসনে যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম, আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দ, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল, রাকিব হাসান ও বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান।
এই আসনেও সমর্থকদের স্বাক্ষর করা তালিকায় গরমিল পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নিজের এবং তাঁর সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষর ছিল না মনোনয়নপত্রে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা ৯, ১০ ও ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারলে তাঁদের প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে।
প্রার্থিতা বাতিল প্রসঙ্গে আলোচিত হিরো আলম বলেন, ‘একই অজুহাতে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। সে সময় নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলাম। এবারও আপিল করব এবং আশা করছি দুই আসনেই আমার প্রার্থিতা ফিরে পাব।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে