সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাই আসামিকে ওই দিন রাতেই গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আসামি রেজ্জাক মিয়া (৬৫) জোড়গাছা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের আদালত হতে সাজাপ্রাপ্ত একজন আসামিকে ধরতে যায় সারিয়াকান্দি থানা-পুলিশ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আসামি রেজ্জাককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন দুষ্কৃতকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। এক সময় পুলিশ সদস্যদের আহত করে দুষ্কৃতকারীরা আসামি রেজ্জাককে ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ১১ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়।
ওই দিন রাতেই আবারও জোড়গাছা গ্রামে অভিযান চালিয়ে ছিনতাই আসামি রেজ্জাকসহ ৫ জনকে আটক করা হয়।
আটক অন্য আসামিরা হলো একই গ্রামের ফরিদ উদ্দিন প্রাং এর ছেলে সোহেল রানা হামিদ (৫০), আব্দুর রহমান প্রাংয়ের ছেলে ওমর আলী (৪৫), মৃত ওয়াহেদ আলীর ছেলে সাফি আলম (৩৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৩৮)। এই মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য জোড় চেষ্টা অব্যাহত আছে।
মামলার ২ নম্বর আসামি সোহেল রানা হামিদ বর্তমান ইউ পি সদস্য।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছিনতাই আসামি এবং এর সঙ্গে জড়িতদের ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বগুড়া সারিয়াকান্দিতে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাই আসামিকে ওই দিন রাতেই গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আসামি রেজ্জাক মিয়া (৬৫) জোড়গাছা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের আদালত হতে সাজাপ্রাপ্ত একজন আসামিকে ধরতে যায় সারিয়াকান্দি থানা-পুলিশ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আসামি রেজ্জাককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন দুষ্কৃতকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। এক সময় পুলিশ সদস্যদের আহত করে দুষ্কৃতকারীরা আসামি রেজ্জাককে ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ১১ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়।
ওই দিন রাতেই আবারও জোড়গাছা গ্রামে অভিযান চালিয়ে ছিনতাই আসামি রেজ্জাকসহ ৫ জনকে আটক করা হয়।
আটক অন্য আসামিরা হলো একই গ্রামের ফরিদ উদ্দিন প্রাং এর ছেলে সোহেল রানা হামিদ (৫০), আব্দুর রহমান প্রাংয়ের ছেলে ওমর আলী (৪৫), মৃত ওয়াহেদ আলীর ছেলে সাফি আলম (৩৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা (৩৮)। এই মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য জোড় চেষ্টা অব্যাহত আছে।
মামলার ২ নম্বর আসামি সোহেল রানা হামিদ বর্তমান ইউ পি সদস্য।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছিনতাই আসামি এবং এর সঙ্গে জড়িতদের ওই দিন রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২১ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে