Ajker Patrika

রাজশাহীতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯: ৩৮
রাজশাহীতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিবির-ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই শিবিরকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’ 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তাঁরা তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসেন। এতে শিবির-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিবিরকর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ছাত্রলীগও লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে শিবির নেতা-কর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত