নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মকবুল হোসেন ওরফে সালাহউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৭-৮ জনের একটি ব্যবসায়ীর দল। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ সীমান্ত পিলারে নো-ম্যান্স ল্যান্ডে তাঁদের লক্ষ করে গুলি চালান পান্নাপুর-৬৯ বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সালাউদ্দীন নিহত হন। সকালে স্থানীয়রা সীমান্তের কাঁটাতার থেকে ২০-২৫ মিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর সীমান্তে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
লে. কর্নেল আরও বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর সাপাহারের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মকবুল হোসেন ওরফে সালাহউদ্দিন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নো-ম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৭-৮ জনের একটি ব্যবসায়ীর দল। আজ ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ সীমান্ত পিলারে নো-ম্যান্স ল্যান্ডে তাঁদের লক্ষ করে গুলি চালান পান্নাপুর-৬৯ বিএসএফের সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সালাউদ্দীন নিহত হন। সকালে স্থানীয়রা সীমান্তের কাঁটাতার থেকে ২০-২৫ মিটার দূরে ভারতীয় সীমান্ত এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর সীমান্তে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
লে. কর্নেল আরও বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪০ মিনিট আগে