বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁরা পুলিশের কাছে ধরা পড়ে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের জাকারিয়া (২৪) পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩) চালিতাবাড়ি গ্রামের মেহেদী হাসান (২৪) মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯) গোকুল গ্রামের মেহেদী হাসান (২০) মহাস্থান পাথরপট্টির রিমন (১৯) এবং মহাস্থান প্রতাপবাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৯)।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠি ও চাকু।
গ্রেপ্তার সাতজনের মধ্যে জাকারিয়া ও মেহেদী হাসান জানায়, মহাস্থান এলাকার হিজড়াদের সঙ্গে বগুড়া শহরের সাবগ্রাম এলাকার হিজড়াদের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মহাস্থানের হিজড়াদের এক নেত্রী তাদেরকে ভাড়া করে। তারা সাবগ্রাম এলাকার হিজড়াদের যে কোনো একজনকে খুন করার উদ্দেশ্যে মহাস্থান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে শহরের উত্তর চেলোপাড়ায় পুলিশের চেক পোস্টে তারা ধরা পড়ে।
জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন শনিবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা হিজড়াদের এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপের হিজড়াকে খুন করতে সাবগ্রাম এলাকায় যাচ্ছিল।
এ বিষয়ে আর কারা জড়িত এবং কত টাকা চুক্তি হয়েছিল তা জানা যায়নি। গ্রেপ্তারকৃত সাতজনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড পেলে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁরা পুলিশের কাছে ধরা পড়ে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের জাকারিয়া (২৪) পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩) চালিতাবাড়ি গ্রামের মেহেদী হাসান (২৪) মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯) গোকুল গ্রামের মেহেদী হাসান (২০) মহাস্থান পাথরপট্টির রিমন (১৯) এবং মহাস্থান প্রতাপবাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৯)।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠি ও চাকু।
গ্রেপ্তার সাতজনের মধ্যে জাকারিয়া ও মেহেদী হাসান জানায়, মহাস্থান এলাকার হিজড়াদের সঙ্গে বগুড়া শহরের সাবগ্রাম এলাকার হিজড়াদের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মহাস্থানের হিজড়াদের এক নেত্রী তাদেরকে ভাড়া করে। তারা সাবগ্রাম এলাকার হিজড়াদের যে কোনো একজনকে খুন করার উদ্দেশ্যে মহাস্থান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে শহরের উত্তর চেলোপাড়ায় পুলিশের চেক পোস্টে তারা ধরা পড়ে।
জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন শনিবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা হিজড়াদের এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপের হিজড়াকে খুন করতে সাবগ্রাম এলাকায় যাচ্ছিল।
এ বিষয়ে আর কারা জড়িত এবং কত টাকা চুক্তি হয়েছিল তা জানা যায়নি। গ্রেপ্তারকৃত সাতজনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড পেলে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে