চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলাহাটের মহানন্দা নদীতে দুই শিশু ও শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা রাধানগর কলোনি গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩)।
এদিকে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।
প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আজিজুল ও জিহাদ। পরে তারা দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও আরেক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, নিখোঁজ থাকার কয়েক ঘণ্টার মধ্যেই দুই শিশুকেই উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ভোলাহাটের মহানন্দা নদীতে দুই শিশু ও শিবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে দুপুর ৩টার দিকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা রাধানগর কলোনি গ্রামের সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩)।
এদিকে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর শ্মশানঘাট পাগলা নদীতে গোসলে গিয়ে ডুবে প্রিয়াঙ্কা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।
প্রিয়াঙ্কার চাচা নিশিত কুমার জানান, একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। এ সময় স্রোতে নদীতে তলিয়ে যায় সে। একপর্যায়ে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামে আজিজুল ও জিহাদ। পরে তারা দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে একজনকে ফায়ার সার্ভিসের কর্মী ও আরেক শিশুকে স্থানীয়রা উদ্ধার করে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, নিখোঁজ থাকার কয়েক ঘণ্টার মধ্যেই দুই শিশুকেই উদ্ধার করা হয়। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়ের পৃথক পৃথক স্থানে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত নাসিম উদ্দিন নিজের সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২৬ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে