শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে মাঝিড়া মৎস্য মার্কেট বহুমুখী সমবায় সমিতি। মাঝিড়া বাইপাস সড়কে আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত মোট এক ঘণ্টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমবায় সমিতির সভাপতি আলহাজ দিলবর রহমান ফকির বলেন, ‘এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এবং দেশের ১৭টি জেলায় সে মাছ সরবরাহ করা হয়। এখানে স্থানীয়ভাবে এবং বিভিন্ন হাটবাজার থেকে মাছ কিনে প্রক্রিয়াজাত করে চট্টগ্রাম পোর্টে পাঠানো হয়। সেগুলো আবার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কিন্তু স্থানীয় সাবেক ইউপি সদস্য তারেক সুমন এবং সহযোগীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদার টাকা না দিলে ক্ষতি করার হুমকিও দিচ্ছে। আমরা ব্যবসা করে খাই। আমাদের এখানে অবৈধ কোনো কাজ হয় না। আমরা কাউকে চাঁদা দিতে পারব না। আমাদের ব্যবসায়ীদের রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক মনছুর আলী বলেন, ‘এখানে যারা ব্যবসা করেন তাদের কারও পরনে ভালো পোশাক নাই। সবাই পরিশ্রম করে যা পায় তা দিয়েই সবার সংসার চালান। পাইকাররা বিভিন্ন হাটবাজার থেকে খাজনা দিয়ে মাছ কিনে আনেন। একই মাছের ওপরে এখানে আবারও খাজনার নামে আমরা কাউকে চাঁদা দিতে পারব না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সিনিয়র সদস্য নিত্যানন্দ দাস প্রমুখ। এ ছাড়া সমিতির সদস্য, কর্মচারী, শ্রমিকসহ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য তারেক সুমন মোবাইল ফোনে বলেন, ‘আমি ইজারাদারের সঙ্গে একটি হাটের ব্যবসা করি। হাটের ক্যাচমেন্ট এলাকার মধ্যে কেউ টোল না দিয়ে ব্যবসা করলে আমাদের ক্ষতির মধ্যে পড়তে হয়। মাঝিড়া মৎস্য মার্কেট বহুমুখী সমবায় সমিতি ব্যক্তি মালিকানায় চলছে। এ বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই। তবে মাছ যেখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে সেটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা বলেছি তোমরা নিজেরা বসে সিদ্ধান্ত নাও কী ভাবে, কী দিবা।’

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে মাঝিড়া মৎস্য মার্কেট বহুমুখী সমবায় সমিতি। মাঝিড়া বাইপাস সড়কে আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত মোট এক ঘণ্টা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমবায় সমিতির সভাপতি আলহাজ দিলবর রহমান ফকির বলেন, ‘এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এবং দেশের ১৭টি জেলায় সে মাছ সরবরাহ করা হয়। এখানে স্থানীয়ভাবে এবং বিভিন্ন হাটবাজার থেকে মাছ কিনে প্রক্রিয়াজাত করে চট্টগ্রাম পোর্টে পাঠানো হয়। সেগুলো আবার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কিন্তু স্থানীয় সাবেক ইউপি সদস্য তারেক সুমন এবং সহযোগীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদার টাকা না দিলে ক্ষতি করার হুমকিও দিচ্ছে। আমরা ব্যবসা করে খাই। আমাদের এখানে অবৈধ কোনো কাজ হয় না। আমরা কাউকে চাঁদা দিতে পারব না। আমাদের ব্যবসায়ীদের রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক মনছুর আলী বলেন, ‘এখানে যারা ব্যবসা করেন তাদের কারও পরনে ভালো পোশাক নাই। সবাই পরিশ্রম করে যা পায় তা দিয়েই সবার সংসার চালান। পাইকাররা বিভিন্ন হাটবাজার থেকে খাজনা দিয়ে মাছ কিনে আনেন। একই মাছের ওপরে এখানে আবারও খাজনার নামে আমরা কাউকে চাঁদা দিতে পারব না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক সাজু মিয়া, সিনিয়র সদস্য নিত্যানন্দ দাস প্রমুখ। এ ছাড়া সমিতির সদস্য, কর্মচারী, শ্রমিকসহ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য তারেক সুমন মোবাইল ফোনে বলেন, ‘আমি ইজারাদারের সঙ্গে একটি হাটের ব্যবসা করি। হাটের ক্যাচমেন্ট এলাকার মধ্যে কেউ টোল না দিয়ে ব্যবসা করলে আমাদের ক্ষতির মধ্যে পড়তে হয়। মাঝিড়া মৎস্য মার্কেট বহুমুখী সমবায় সমিতি ব্যক্তি মালিকানায় চলছে। এ বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই। তবে মাছ যেখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে সেটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা বলেছি তোমরা নিজেরা বসে সিদ্ধান্ত নাও কী ভাবে, কী দিবা।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে