বগুড়া প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে দীর্ঘ ৯ বছর পলাতক ছিলেন জিয়াউর রহমান জিয়া (৩৭)। সম্প্রতি আদালত পলাতক জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় জানতে পেরে মালয়েশিয়া পালিয়ে যাওয়া আগমুহূর্তে র্যাবের কাছে ধরা পড়েন জিয়াউর রহমান।
আজ রোববার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে গাজীপুর জেলার পোড়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ী গ্রামের বাসিন্দা।
জিয়াউরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, ২০১১ সালের ১০ নভেম্বর জিয়াউর রহমান তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় তাঁর শ্বশুর লতিফুল বারী মামলা করেন।
সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর চার মাস জেল খাটেন। জামিনে বের হয়ে ভারতে চলে যান এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে সেখানে সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। সেখানে আট মাস থাকার পর ভারতীয় পাসপোর্টে দুবাই চলে যান। দুবাইয়ে ছয় মাস থাকার পর বাংলাদেশে ফিরে গাজীপুর সূত্রাপুর এলাকায় ছদ্মবেশে তিনি আবারও বিয়ে করেন। সবশেষ তিনি গাজীপুরের সূত্রাপুর এলাকায় কসমেটিকস ব্যবসার পাশাপাশি বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতেন।
র্যাব জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে আসামি জিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায় জানতে পেরে জিয়াউর রহমান গাজীপুরের ঠিকানায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। গতকাল রাতেই মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট ছিল। গ্রেপ্তার জিয়াউর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে দীর্ঘ ৯ বছর পলাতক ছিলেন জিয়াউর রহমান জিয়া (৩৭)। সম্প্রতি আদালত পলাতক জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় জানতে পেরে মালয়েশিয়া পালিয়ে যাওয়া আগমুহূর্তে র্যাবের কাছে ধরা পড়েন জিয়াউর রহমান।
আজ রোববার র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে গাজীপুর জেলার পোড়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ী গ্রামের বাসিন্দা।
জিয়াউরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, ২০১১ সালের ১০ নভেম্বর জিয়াউর রহমান তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় তাঁর শ্বশুর লতিফুল বারী মামলা করেন।
সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর চার মাস জেল খাটেন। জামিনে বের হয়ে ভারতে চলে যান এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে সেখানে সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। সেখানে আট মাস থাকার পর ভারতীয় পাসপোর্টে দুবাই চলে যান। দুবাইয়ে ছয় মাস থাকার পর বাংলাদেশে ফিরে গাজীপুর সূত্রাপুর এলাকায় ছদ্মবেশে তিনি আবারও বিয়ে করেন। সবশেষ তিনি গাজীপুরের সূত্রাপুর এলাকায় কসমেটিকস ব্যবসার পাশাপাশি বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতেন।
র্যাব জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে আসামি জিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায় জানতে পেরে জিয়াউর রহমান গাজীপুরের ঠিকানায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। গতকাল রাতেই মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট ছিল। গ্রেপ্তার জিয়াউর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে