বগুড়া প্রতিনিধি

শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। গতকাল রোববার বিকেল ৫টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থী। এরপর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক খরোশেদ রেজা।
তিনি বলেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুইটি ফৌজদারি মামলা গোপন রেখে চাকরিতে যোগদান, শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালি দিতেন।
খোরশেদ রেজা আরও বলেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ আড়াই বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা করে আসছেন তিনি। এ কারণে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। বিকেল ৫টার পর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের চিঠি আজকে না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান, খোরশেদ রেজা।
শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান কর্মস্থল ত্যাগ করেছেন মর্মে একটি চিঠি আমাকে দিয়ে চলে গেছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে গেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। গতকাল রোববার বিকেল ৫টার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থী। এরপর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক খরোশেদ রেজা।
তিনি বলেন, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও শিক্ষার মান উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কর্তন, দুইটি ফৌজদারি মামলা গোপন রেখে চাকরিতে যোগদান, শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের নাম লিখে রেখে অকথ্য ভাষায় গালি দিতেন।
খোরশেদ রেজা আরও বলেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘ আড়াই বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা করে আসছেন তিনি। এ কারণে শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল। বিকেল ৫টার পর তিনি প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান।
সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের চিঠি আজকে না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান, খোরশেদ রেজা।
শিক্ষার্থীদের দাবির মুখে সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহান কর্মস্থল ত্যাগ করেছেন মর্মে একটি চিঠি আমাকে দিয়ে চলে গেছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইম জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে