নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে এক শিক্ষানবিশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার পুরান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পুরান তাহিরপুর গ্রামের সাইদুর রহমান (৪২), তাঁর ভাই মো. বাহাদুর (৪০) ও মো. বাবুল (৩৫) এবং তাঁদের প্রতিবেশী আক্কাস আলী (৫৫) ও তাঁর ছেলে রুবেল হক (৩০)। সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী আক্কাস ও তাঁর ছেলে রুবেলের বিরোধ পুরোনো।
রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। সাইদুর রহমানের দাবি, আক্কাসের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর তাঁরা বিএনপি।
সাইদুর রহমান বলেন, আক্কাস আলী ও তাঁর ছেলে রুবেলের সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের বিরোধ চলছে। ইতিপূর্বে কয়েক দফা তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় তাঁরা মামলা করেছেন। মামলায় আপস না করার কারণে গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়। চায়নিজ কুড়ালের আঘাতে তাঁদের তিন ভাইয়ের সবায় মাথায় জখম হয়েছে। হামলায় সাইদুরের হাতও ভেঙেছে।
আর শিক্ষানবিশ আইনজীবী রুবেল হকের দাবি, তাঁদের ওপরও ইতিপূর্বে কয়েক দফা হামলা হয়েছে। সেসব ঘটনায় তাঁরাও দুটি মামলা করেছেন। আবার সাইদুর রহমানদের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন ভাই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ববিরোধের কারণে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে এক শিক্ষানবিশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার পুরান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পুরান তাহিরপুর গ্রামের সাইদুর রহমান (৪২), তাঁর ভাই মো. বাহাদুর (৪০) ও মো. বাবুল (৩৫) এবং তাঁদের প্রতিবেশী আক্কাস আলী (৫৫) ও তাঁর ছেলে রুবেল হক (৩০)। সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী আক্কাস ও তাঁর ছেলে রুবেলের বিরোধ পুরোনো।
রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। সাইদুর রহমানের দাবি, আক্কাসের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর তাঁরা বিএনপি।
সাইদুর রহমান বলেন, আক্কাস আলী ও তাঁর ছেলে রুবেলের সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের বিরোধ চলছে। ইতিপূর্বে কয়েক দফা তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় তাঁরা মামলা করেছেন। মামলায় আপস না করার কারণে গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়। চায়নিজ কুড়ালের আঘাতে তাঁদের তিন ভাইয়ের সবায় মাথায় জখম হয়েছে। হামলায় সাইদুরের হাতও ভেঙেছে।
আর শিক্ষানবিশ আইনজীবী রুবেল হকের দাবি, তাঁদের ওপরও ইতিপূর্বে কয়েক দফা হামলা হয়েছে। সেসব ঘটনায় তাঁরাও দুটি মামলা করেছেন। আবার সাইদুর রহমানদের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন ভাই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ববিরোধের কারণে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের ডাসারে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
৯ মিনিট আগেরাঙামাটি মিনি চিড়িয়াখানায় আবাসিক স্কুল অ্যান্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে বলে জানান কর্তৃপক্ষ। আজ রোববার সকালে এই স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্ট
১০ মিনিট আগেরাজধানীর সাইন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েকশ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
২১ মিনিট আগেচার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলেও কোনো বল প্রয়োগ করেনি। বিকেল পৌনে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি জাতীয় ঈদগাহ অতিক্রম করছে...
৩৮ মিনিট আগে