প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থী রয়েছে প্রায় ৯ হাজার ৩০০ জন। ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন, ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া ১৪টি মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। ব্যক্তিমালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার।
সরেজমিনে আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখা গেছে, আজ সকাল ৯টার মধ্যে বেশির ভাগ শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। শ্রেণিকক্ষে প্রবেশের আগে সব শিক্ষার্থীর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে সকাল ১০টা থেকে শুরু হয় পাঠদান। তবে দীর্ঘদিন পর নতুন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে পরিচয় ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বেশি আলোচনা করেন শিক্ষকেরা।
ঝলমলিয়া হাইস্কুলে শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, গত বছর নবম শ্রেণিতে ভর্তির পর মাত্র দুই মাস ক্লাস করেছিলাম। দীর্ঘ দেড় বছর পর আজ দশম শ্রেণির ক্লাসে এসেছি। সেই সঙ্গে দূরের অনেক বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়ে ভালো লাগছে।
পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার সরকার বলেন, `দীর্ঘ ৫৪৪ দিন পর আজ প্রথম ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। যেহেতু এখনো আমরা করোনার সঙ্গে মোকাবিলা করছি, তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের চেয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সানোয়ার হোসেন বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের ক্লাস শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, দীর্ঘ দেড় বছর পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের পাঠদানের বিষয়ে তদারক করা হচ্ছে।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ১৮টি কলেজের শিক্ষার্থী রয়েছে প্রায় ৯ হাজার ৩০০ জন। ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন, ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া ১৪টি মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। ব্যক্তিমালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার।
সরেজমিনে আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখা গেছে, আজ সকাল ৯টার মধ্যে বেশির ভাগ শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন। শ্রেণিকক্ষে প্রবেশের আগে সব শিক্ষার্থীর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে সকাল ১০টা থেকে শুরু হয় পাঠদান। তবে দীর্ঘদিন পর নতুন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে পরিচয় ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে বেশি আলোচনা করেন শিক্ষকেরা।
ঝলমলিয়া হাইস্কুলে শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, গত বছর নবম শ্রেণিতে ভর্তির পর মাত্র দুই মাস ক্লাস করেছিলাম। দীর্ঘ দেড় বছর পর আজ দশম শ্রেণির ক্লাসে এসেছি। সেই সঙ্গে দূরের অনেক বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়ে ভালো লাগছে।
পুঠিয়া পিএন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার সরকার বলেন, `দীর্ঘ ৫৪৪ দিন পর আজ প্রথম ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। যেহেতু এখনো আমরা করোনার সঙ্গে মোকাবিলা করছি, তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের চেয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।'
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সানোয়ার হোসেন বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিনের ক্লাস শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আকতার জাহান বলেন, দীর্ঘ দেড় বছর পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রতিষ্ঠানের পাঠদানের বিষয়ে তদারক করা হচ্ছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে