নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মসজিদে প্রবেশের সময় মধ্যবয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. ওসমান গনি বাবু (৫২) ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমান গনির ভাতিজা আলাল চৌধুরী জানান, তাঁর চাচা বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই তাঁকে পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর বাঁ পাশের কোমরের পেছনে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাল চৌধুরী আরও বলেন, তাঁর চাচাকে কী কারণে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।
গুলির বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।
নাটোরের সিংড়ায় মসজিদে প্রবেশের সময় মধ্যবয়সী এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. ওসমান গনি বাবু (৫২) ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমান গনির ভাতিজা আলাল চৌধুরী জানান, তাঁর চাচা বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই তাঁকে পেছন থেকে গুলি করা হয়। গুলিটি তাঁর বাঁ পাশের কোমরের পেছনে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওসমান গনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাল চৌধুরী আরও বলেন, তাঁর চাচাকে কী কারণে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।
গুলির বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ (এমপি) আরও ১০০ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হলো।
৭ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বিপুল মণ্ডল (৪৩) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কোটালীপাড়ায় উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেমাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে (লিকেজ) বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাঁকে শ্রীপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে।
৩ ঘণ্টা আগে