পাবনা প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক।
মঙ্গলবার দুপুরে মাসুমদিয়া ইউনিয়নে ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল হক বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সত্য নয় বলে দাবি করেন তিনি। বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে চালাচ্ছে। তিনি যাতে দলীয় মনোনয়ন না পান সে জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওই মহলটি।
লিখিত বক্তব্যে শহিদুল হক অভিযোগ করেন, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেন কৌশলে পেছনে থেকে এ অপপ্রচার চালাচ্ছেন। অথচ এই মিরোজ হোসেনের দশ বছর আগেও তেমন কিছু ছিল না। এর মধ্যে তিনি ঢাকায় ৩টি ফ্ল্যাট,২টি ব্যক্তিগত গাড়ি, নামে বেনামে সম্পদের মালিক বনে গেছেন। তিনি এখন বেশির ভাগ সময় ঢাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। হাতে গোনা কিছুদিন এলাকায় আসেন। তাঁর জন্য গ্রামের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এক সময় জাসদ করতেন ও বামপন্থী রাজনীতি করতেন। সেখান থেকে আওয়ামী লীগে এসে এখন তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।
সংবাদ সম্মেলনে মাসুমদিয়া ইউনিয়ন কুষকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশু, সহসভাপতি মুন্সি আব্দুল হামিদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সেটি তো তদন্ত করেছেন ইউএনও, জেলা প্রশাসক, দুদক। সেখানে তার সব প্রমাণ রয়েছে। আমি তো তাঁর বিরুদ্ধে অভিযোগও করিনি। আমার কোনো এখতিয়ারও নেই। আমি ইউনিয়নবাসীর কতটুকু সেবা করেছি তার প্রমাণ সাধারণ মানুষই দেবে। এখানে আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর অপকর্মের খেসারত তিনিই দেবেন। তাঁর অপকর্ম ঢাকার জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক।
মঙ্গলবার দুপুরে মাসুমদিয়া ইউনিয়নে ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল হক বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘পাবনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সত্য নয় বলে দাবি করেন তিনি। বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে চালাচ্ছে। তিনি যাতে দলীয় মনোনয়ন না পান সে জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ওই মহলটি।
লিখিত বক্তব্যে শহিদুল হক অভিযোগ করেন, মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেন কৌশলে পেছনে থেকে এ অপপ্রচার চালাচ্ছেন। অথচ এই মিরোজ হোসেনের দশ বছর আগেও তেমন কিছু ছিল না। এর মধ্যে তিনি ঢাকায় ৩টি ফ্ল্যাট,২টি ব্যক্তিগত গাড়ি, নামে বেনামে সম্পদের মালিক বনে গেছেন। তিনি এখন বেশির ভাগ সময় ঢাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। হাতে গোনা কিছুদিন এলাকায় আসেন। তাঁর জন্য গ্রামের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এক সময় জাসদ করতেন ও বামপন্থী রাজনীতি করতেন। সেখান থেকে আওয়ামী লীগে এসে এখন তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।
সংবাদ সম্মেলনে মাসুমদিয়া ইউনিয়ন কুষকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশু, সহসভাপতি মুন্সি আব্দুল হামিদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সেটি তো তদন্ত করেছেন ইউএনও, জেলা প্রশাসক, দুদক। সেখানে তার সব প্রমাণ রয়েছে। আমি তো তাঁর বিরুদ্ধে অভিযোগও করিনি। আমার কোনো এখতিয়ারও নেই। আমি ইউনিয়নবাসীর কতটুকু সেবা করেছি তার প্রমাণ সাধারণ মানুষই দেবে। এখানে আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর অপকর্মের খেসারত তিনিই দেবেন। তাঁর অপকর্ম ঢাকার জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে