নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি (শেখ হাসিনা) স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।’

রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো দয়া–মায়া দেখায়নি।’
তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে চলে গেছেন। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তাঁরা নিজ দলের নেতা–কর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তাঁর বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি (শেখ হাসিনা) স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।’

রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো দয়া–মায়া দেখায়নি।’
তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে চলে গেছেন। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তাঁরা নিজ দলের নেতা–কর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তাঁর বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৪২ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে