নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে মদদদাতা উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দেন শাহরিয়ার আলম। এই বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের অবদানকে খাটো করতে এবং আধুনিক রাজশাহীর রূপকার তাঁর ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় জনবিচ্ছিন্ন ও সুযোগসন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তিবর্গ চক্রান্তে-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাঁরা সব সময় খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত আছেন।’
আসলাম সরকার আরও বলেন, ‘খায়রুজ্জামান লিটন সম্পর্কে শাহরিয়ার আলমের বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় সরব হন। রাজপথে নেমে আসেন এবং মিছিল-মিটিং সমাবেশের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন যা এখনো অব্যাহত আছে। শাহরিয়ার আলমের এমন দম্ভোক্তির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর বিচারের দাবিতে সোচ্চার হন। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।’
ছাত্রলীগের কর্মী থেকে বাবুল আওয়ামী লীগ নেতা হয়েছেন উল্লেখ করে আসলাম সরকার বলেন, ‘বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। বাবুল আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন লিটন। নিহতের সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। কিন্তু লিটনকে আসামি করে নতুন হত্যা মামলার ঘোষণা দেন শাহরিয়ার আলম। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মী ও জনগণের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন, তাহলে কি ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ?’
আসলাম সরকার বলেন, ‘উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থী। তিনি দলের শৃঙ্খলাবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো উসকানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এ সময় অন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে মদদদাতা উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দেন শাহরিয়ার আলম। এই বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের অবদানকে খাটো করতে এবং আধুনিক রাজশাহীর রূপকার তাঁর ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় জনবিচ্ছিন্ন ও সুযোগসন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তিবর্গ চক্রান্তে-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাঁরা সব সময় খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত আছেন।’
আসলাম সরকার আরও বলেন, ‘খায়রুজ্জামান লিটন সম্পর্কে শাহরিয়ার আলমের বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় সরব হন। রাজপথে নেমে আসেন এবং মিছিল-মিটিং সমাবেশের মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন যা এখনো অব্যাহত আছে। শাহরিয়ার আলমের এমন দম্ভোক্তির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর বিচারের দাবিতে সোচ্চার হন। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।’
ছাত্রলীগের কর্মী থেকে বাবুল আওয়ামী লীগ নেতা হয়েছেন উল্লেখ করে আসলাম সরকার বলেন, ‘বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। বাবুল আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন লিটন। নিহতের সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। কিন্তু লিটনকে আসামি করে নতুন হত্যা মামলার ঘোষণা দেন শাহরিয়ার আলম। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মী ও জনগণের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন, তাহলে কি ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ?’
আসলাম সরকার বলেন, ‘উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থী। তিনি দলের শৃঙ্খলাবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো উসকানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এ সময় অন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে