বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এ ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাঁদের দুজনেরই পায়ে জখম হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।
তাঁদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে পুলিশের দুই সদস্যের পায়ে জখম হয়। পরে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

বগুড়ায় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় (ঘোনপাড়া) এ ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। তাঁদের দুজনেরই পায়ে জখম হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাঁকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান।
তাঁদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে পুলিশের দুই সদস্যের পায়ে জখম হয়। পরে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২০ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৪৪ মিনিট আগে