প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এদের মৃত্যু হয়। মৃত ১৭ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। বাকি নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ জন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আটজন ও নাটোরের একজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে দুজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে এ নিয়ে ৪৫৩ জনের মৃত্যু হলো। গত জুনে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩ টি। সোমবার সকালে ভর্তি ছিলেন ৩৯৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৪ জন। উপসর্গ নিয়ে আছেন ১৪৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫০ জন রোগী।
সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা রোগীদের মধ্যে ১৮৩ জন রাজশাহীর, ২৮ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬৬ জন নাটোরের, ৪২ জন নওগাঁর, ৫৩ জন পাবনার, ২০ জন কু, তিনজন চুয়াডাঙ্গার, সিরাজগঞ্জের দুজন এবং মেহেরপুর ও বি-বাড়িয়ার একজন করে রোগী ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটি-পিসিআর মিলে ১ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৭ দশমিক ৭০ শতাংশ। আর শুধু আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণের হার পাওয়া গেছে ৩০ দশমিক ৭৮ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এদের মৃত্যু হয়। মৃত ১৭ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। বাকি নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ জন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আটজন ও নাটোরের একজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে দুজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে এ নিয়ে ৪৫৩ জনের মৃত্যু হলো। গত জুনে মৃতের সংখ্যা ছিল ৪০৫ জন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩ টি। সোমবার সকালে ভর্তি ছিলেন ৩৯৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৪ জন। উপসর্গ নিয়ে আছেন ১৪৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫০ জন রোগী।
সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা রোগীদের মধ্যে ১৮৩ জন রাজশাহীর, ২৮ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬৬ জন নাটোরের, ৪২ জন নওগাঁর, ৫৩ জন পাবনার, ২০ জন কু, তিনজন চুয়াডাঙ্গার, সিরাজগঞ্জের দুজন এবং মেহেরপুর ও বি-বাড়িয়ার একজন করে রোগী ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটি-পিসিআর মিলে ১ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৭ দশমিক ৭০ শতাংশ। আর শুধু আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণের হার পাওয়া গেছে ৩০ দশমিক ৭৮ শতাংশ।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে