নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চালকের হেলমেট না থাকলে কোনো বাইকে তেল দেওয়া হবে না, পাঁচ বছর পর আবারও এমন কর্মসূচিতে জোর দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সম্প্রতি এখানে যোগ দিয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি শুরু করেছেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও আরএমপির পক্ষ থেকে এ ধরনের নিয়ম চালু করা হয়েছিল। তখনো পাম্পগুলোয় এ নিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে বিষয়টি মানা হলেও পরে আর তা কেউই মানছিলেন না। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু হেলমেটও বিনা মূল্যে বিতরণ করে পুলিশ। এখন আবারও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম চালু করা হলো।
এ কর্মসূচির অংশ হিসাবে গত বুধবার আরএমপির এলাকায় থাকা ২৩টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্যও বলা হয়েছে। সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতার আশা করে বলেন, ‘না হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী ওঠা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবারই ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চালকের হেলমেট না থাকলে কোনো বাইকে তেল দেওয়া হবে না, পাঁচ বছর পর আবারও এমন কর্মসূচিতে জোর দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সম্প্রতি এখানে যোগ দিয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি শুরু করেছেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও আরএমপির পক্ষ থেকে এ ধরনের নিয়ম চালু করা হয়েছিল। তখনো পাম্পগুলোয় এ নিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে বিষয়টি মানা হলেও পরে আর তা কেউই মানছিলেন না। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু হেলমেটও বিনা মূল্যে বিতরণ করে পুলিশ। এখন আবারও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম চালু করা হলো।
এ কর্মসূচির অংশ হিসাবে গত বুধবার আরএমপির এলাকায় থাকা ২৩টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্যও বলা হয়েছে। সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতার আশা করে বলেন, ‘না হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী ওঠা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবারই ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৫ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে