চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছরশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামের অসিম তালুকদার প্রামাণিকের ছেলে।
নিহত পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০) আজকের পত্রিকাকে জানান, বেলা ১টার দিকে ইসলামপুর তদন্ত কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে হায়াত মোড়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নুরুল ইসলাম ও তিনি আহত হন। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, ‘দ্রুতগতির একটি মোটরসাইকেল পুলিশ সদস্য নুরুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নুরুল ইসলাম, বাবুর্চি জহির উদ্দিনসহ ওই মোটরসাইকেলের চালক আহত হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নুরুল ইসলাম মারা যান।’
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, ‘নুরুল ইসলামকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। একই ঘটনায় গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ‘দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেলই জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।’
জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) এসএম জাকারিয়া বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছরশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামের অসিম তালুকদার প্রামাণিকের ছেলে।
নিহত পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০) আজকের পত্রিকাকে জানান, বেলা ১টার দিকে ইসলামপুর তদন্ত কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে হায়াত মোড়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নুরুল ইসলাম ও তিনি আহত হন। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, ‘দ্রুতগতির একটি মোটরসাইকেল পুলিশ সদস্য নুরুল ইসলামের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় নুরুল ইসলাম, বাবুর্চি জহির উদ্দিনসহ ওই মোটরসাইকেলের চালক আহত হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই নুরুল ইসলাম মারা যান।’
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, ‘নুরুল ইসলামকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। একই ঘটনায় গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ‘দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেলই জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।’
জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১) এসএম জাকারিয়া বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে