সিরাজগঞ্জ প্রতিনিধি

চলতি মাসেই উদ্বোধন হতে যাওয়া যমুনা রেলসেতুর ওপর দিয়ে ৯০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে। ট্রেনটি আজই সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে। আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটে পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলার প্রস্তুতি চলছে।
যমুনার ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
যমুনা রেল সেতু প্রকল্পের কর্মকর্তারা বলেন, আজ পরীক্ষামূলকভাবে পূর্ণগতিতে ট্রেন চলবে। প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পারে ও পশ্চিম পার থেকে পূর্ব পারে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুপাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। বেলা ১১টা ১ মিনিটে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন দুটি সেতু পার হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করেছে। সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে আজই পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করবে।
যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলসেতুর অবকাঠামোগত নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। ২৬ নভেম্বর সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেললাইনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

চলতি মাসেই উদ্বোধন হতে যাওয়া যমুনা রেলসেতুর ওপর দিয়ে ৯০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে। ট্রেনটি আজই সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে। আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটে পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলার প্রস্তুতি চলছে।
যমুনার ওপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
যমুনা রেল সেতু প্রকল্পের কর্মকর্তারা বলেন, আজ পরীক্ষামূলকভাবে পূর্ণগতিতে ট্রেন চলবে। প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পারে ও পশ্চিম পার থেকে পূর্ব পারে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুপাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। বেলা ১১টা ১ মিনিটে ৮০ কিলোমিটার গতিতে ট্রেন দুটি সেতু পার হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করেছে। সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে আজই পরীক্ষামূলকভাবে ট্রেন দুটি চলাচল করবে।
যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলসেতুর অবকাঠামোগত নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। ২৬ নভেম্বর সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। সেতুর দুই পাশের ১৩ কিলোমিটার রেললাইনের কাজও সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই সেতুটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে