আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে