বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।

বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১৩ মিনিট আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে