পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।

নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে