পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।

নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি।
উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে