প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আবারও মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি মাসে হাসপাতালটির করোনা ইউনিটে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১ জুলাই (আগের দিন সকাল ৮টা থেকে) ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন এবং ৪ জুলাই ১২ জনের মৃত্যু হয়। গত জুনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর আটজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। এঁদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে চারজনের বাড়ি রাজশাহী এবং একজনের বাড়ি নাটোরে। রাজশাহীর একজন করোনা নেগেটিভ থাকলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর আরও তিনজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডেই মারা গেছেন সাতজন। চারজন মারা গেছেন ১৫ নম্বর ওয়ার্ডে। দুজন করে মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ২৯ / ৩০ এবং তিন নম্বর ওয়ার্ডে। অন্য একজন রোগীর মৃত্যু হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫। আজ সোমবার সকালে হাসপাতালে সর্বোচ্চ ৪৯৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। আর ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ জন, নাটোর থেকে ১০ জন, নওগাঁ থেকে ৭ জন এবং পাবনা থেকে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ সকালে হাসপাতালে রাজশাহীর ৩১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৬ জন, নাটোরের ৫০ জন, নওগাঁর ৪৪ জন, পাবনার ২৭ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার ২ জন, জয়পুরহাটের ২ জন এবং সিরাজগঞ্জ, নীলফামারী ও বগুড়ার ১ জন করে রোগী ভর্তি ছিলেন।
এদের মধ্যে নমুনা পরীক্ষায় ২১০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ২১০ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৭৩ জন।
এদিকে আগের দিন রোববার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৪ দশমিক ০৯ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ল্যাব দুটিতে চাঁপাইনবাবগঞ্জের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২১ দশমিক শূন্য ৫ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আবারও মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি মাসে হাসপাতালটির করোনা ইউনিটে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১ জুলাই (আগের দিন সকাল ৮টা থেকে) ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন এবং ৪ জুলাই ১২ জনের মৃত্যু হয়। গত জুনে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর আটজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। এঁদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে চারজনের বাড়ি রাজশাহী এবং একজনের বাড়ি নাটোরে। রাজশাহীর একজন করোনা নেগেটিভ থাকলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর আরও তিনজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। সোমবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডেই মারা গেছেন সাতজন। চারজন মারা গেছেন ১৫ নম্বর ওয়ার্ডে। দুজন করে মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ২৯ / ৩০ এবং তিন নম্বর ওয়ার্ডে। অন্য একজন রোগীর মৃত্যু হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫। আজ সোমবার সকালে হাসপাতালে সর্বোচ্চ ৪৯৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। আর ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী। এর মধ্যে রাজশাহী থেকে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ জন, নাটোর থেকে ১০ জন, নওগাঁ থেকে ৭ জন এবং পাবনা থেকে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।
আজ সকালে হাসপাতালে রাজশাহীর ৩১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৬ জন, নাটোরের ৫০ জন, নওগাঁর ৪৪ জন, পাবনার ২৭ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার ২ জন, জয়পুরহাটের ২ জন এবং সিরাজগঞ্জ, নীলফামারী ও বগুড়ার ১ জন করে রোগী ভর্তি ছিলেন।
এদের মধ্যে নমুনা পরীক্ষায় ২১০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ২১০ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৭৩ জন।
এদিকে আগের দিন রোববার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৪ দশমিক ০৯ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ল্যাব দুটিতে চাঁপাইনবাবগঞ্জের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২১ দশমিক শূন্য ৫ শতাংশ।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৩ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে