প্রতিনিধি, রাজশাহী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মাঝে মাঝেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি পালন করেন। গত ২১ আগস্ট সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তা না হলে ১ সেপ্টেম্বর থেকে প্রতীকী অনশন কর্মসূচি চালানোর ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ তাঁরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণ চিৎকার ও পদযাত্রা বের করার চেষ্টা করেন। তখন অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের একটি দল বাধা দেয়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছিলেন। সেখানে পুলিশও ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চারপাশ থেকে ৩০-৩৫ জন যুবক এসে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। হামলাকারীরা প্রথমেই মাইক্রোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ সময় কয়েকজনকে মারধর করে ও হামলা চালায়। হামলার পরই দুর্বৃত্তরা চলে যায়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতি মেধাশূন্য হয়ে পড়ছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বলা হলেও আসলে এর পেছনে রাজনীতি আছে। আর এটি সরকারের একজন মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, হামলার ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কাউকে আটক করতে পারেনি। এই হামলার জন্য ছাত্রলীগের লোকজন দায়ী। পুলিশ তাঁদের পাহারা দিয়ে হামলা চালাতে সাহায্য করেছে।
হামলার ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তায় এসে 'সন্ত্রাসীদের পাহারাদার, বাহ! পুলিশ চমৎকার' স্লোগান দিতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থী নাদিম সিনা বলেন, ছাত্রলীগের লোকজন এই হামলা চালিয়েছে। যার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে তাঁকে আমি চিনি। সে ছাত্রলীগ করেন। তাঁরা আমাকে মারধর করেছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, শিক্ষার্থীরা যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করেন তাহলে এটি যৌক্তিক। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত। আমরাও সেটা মনে করি। তাহলে ওই আন্দোলনে আমরা কেন হামলা চালাব!
সভাপতি আরও বলেন, ৩১ আগস্টের একটা প্রোগ্রামের জন্য আমিসহ মহানগর ছাত্রলীগের সকল ইউনিটের অন্তত ৫০ জন নেতা-কর্মী ঢাকায় এসেছি। সুতরাং রাজশাহীতে কোন সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই। অন্য কেউ সিনক্রিয়েট করতে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এর দায় ছাত্রলীগের ওপর চাপানো হচ্ছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাস্তা দখল করে বসে থাকার জন্য কিছু ছেলে এসে বাধা দিয়েছে। এটা হামলার মতো ঘটনা না। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কেউ কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মাঝে মাঝেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি পালন করেন। গত ২১ আগস্ট সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তা না হলে ১ সেপ্টেম্বর থেকে প্রতীকী অনশন কর্মসূচি চালানোর ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী আজ তাঁরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণ চিৎকার ও পদযাত্রা বের করার চেষ্টা করেন। তখন অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের একটি দল বাধা দেয়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে সমাবেশ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছিলেন। সেখানে পুলিশও ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চারপাশ থেকে ৩০-৩৫ জন যুবক এসে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। হামলাকারীরা প্রথমেই মাইক্রোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ সময় কয়েকজনকে মারধর করে ও হামলা চালায়। হামলার পরই দুর্বৃত্তরা চলে যায়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতি মেধাশূন্য হয়ে পড়ছে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বলা হলেও আসলে এর পেছনে রাজনীতি আছে। আর এটি সরকারের একজন মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, হামলার ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও কাউকে আটক করতে পারেনি। এই হামলার জন্য ছাত্রলীগের লোকজন দায়ী। পুলিশ তাঁদের পাহারা দিয়ে হামলা চালাতে সাহায্য করেছে।
হামলার ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তায় এসে 'সন্ত্রাসীদের পাহারাদার, বাহ! পুলিশ চমৎকার' স্লোগান দিতে শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থী নাদিম সিনা বলেন, ছাত্রলীগের লোকজন এই হামলা চালিয়েছে। যার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে তাঁকে আমি চিনি। সে ছাত্রলীগ করেন। তাঁরা আমাকে মারধর করেছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, শিক্ষার্থীরা যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করেন তাহলে এটি যৌক্তিক। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত। আমরাও সেটা মনে করি। তাহলে ওই আন্দোলনে আমরা কেন হামলা চালাব!
সভাপতি আরও বলেন, ৩১ আগস্টের একটা প্রোগ্রামের জন্য আমিসহ মহানগর ছাত্রলীগের সকল ইউনিটের অন্তত ৫০ জন নেতা-কর্মী ঢাকায় এসেছি। সুতরাং রাজশাহীতে কোন সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই। অন্য কেউ সিনক্রিয়েট করতে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এর দায় ছাত্রলীগের ওপর চাপানো হচ্ছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাস্তা দখল করে বসে থাকার জন্য কিছু ছেলে এসে বাধা দিয়েছে। এটা হামলার মতো ঘটনা না। তারপরও আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কেউ কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৫ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে