নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই বিএনপি কর্মী গানিউল হক নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।
এমন বহিষ্কারে বিরুদ্ধে গত বুধবার প্রতিবাদ সভা করেছেন মিজানুরের অনুসারী নেতা-কর্মীরা। ধারণা করা হচ্ছে, এ কারণেই বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ব্যাপারে কোনো চিঠি পাওয়া যায়নি। তবে সকালে দলের বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে বিষয়টি শুনেছেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোরে বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অনুলিপি বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এরপরও মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক বিশ্বনাথ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেলা বিএনপির নির্দেশ অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব কার্যক্রম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়ের নির্দেশে স্থগিত করা হলো।’
দলীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোমিনুল হক মোমিনের ভাই বিএনপি কর্মী গানিউল হক নিহত হন। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান ও পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।
এমন বহিষ্কারে বিরুদ্ধে গত বুধবার প্রতিবাদ সভা করেছেন মিজানুরের অনুসারী নেতা-কর্মীরা। ধারণা করা হচ্ছে, এ কারণেই বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ব্যাপারে কোনো চিঠি পাওয়া যায়নি। তবে সকালে দলের বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে বিষয়টি শুনেছেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তানোর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৫ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে