বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত অবস্থায় প্রতারক সন্দেহে তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপণিতে জরিমানা করে টাকা আদায়কালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহেদি হাসান (১৯)। আটক ব্যক্তিরা বগুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁদের থানায় রাখা হয়েছে। আটকের সময় তাঁদের সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৫ ৯১০৬) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপপরিচালক পরিচয় দিয়ে তারা অভিযানে নামে। তাঁরা ভুয়া ম্যাজিস্ট্রেট পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তাঁরা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়। তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করছেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপসহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ও করেন। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাঁকে জানান, পরে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে বিষয়টি নিশ্চিত করবেন যে আটককৃতরা ভুয়া কিনা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, তাঁদের বিষয়ে নিশ্চিত হলে এবং ওই সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে।

পাবনার বেড়া উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত অবস্থায় প্রতারক সন্দেহে তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপণিতে জরিমানা করে টাকা আদায়কালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহেদি হাসান (১৯)। আটক ব্যক্তিরা বগুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁদের থানায় রাখা হয়েছে। আটকের সময় তাঁদের সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৫ ৯১০৬) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপপরিচালক পরিচয় দিয়ে তারা অভিযানে নামে। তাঁরা ভুয়া ম্যাজিস্ট্রেট পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তাঁরা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়। তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করছেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপসহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ও করেন। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাঁকে জানান, পরে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে বিষয়টি নিশ্চিত করবেন যে আটককৃতরা ভুয়া কিনা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, তাঁদের বিষয়ে নিশ্চিত হলে এবং ওই সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে