প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সবশেষ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ২৬৭ জনের মৃত্যু হল।
চলতি মাসে সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এর আগে গত ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। জুনে এই হাসপাতালে মারা গেছেন ৪০৫ জন। রাজশাহীতে সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু কমছে না।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ছয়জন করে রাজশাহী ও পাবনার রোগী ছিলেন। এ ছাড়া দুজন করে নওগাঁ ও নাটোরের এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন রোগী ছিলেন। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন।
এর মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও পাবনার একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন। অন্য ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
মৃত ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১-২০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব সাতজন পুরুষ ছিলেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪ টি। বৃহস্পতিবার সকালে ভর্তি ছিলেন ৫০৭ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৮ জন, নাটোরের ৭১ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ৫৭ জন, কুষ্টিয়ার ১৫ জন, জয়পুরহাটের ছয়জন, বগুড়ার দুজন এবং চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের একজন করে রোগী ভর্তি ছিলেন।
নমুনা পরীক্ষায় এদের মধ্যে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে আর ২০৩ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৫৩ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে বুধবার জেলায় মোট ১ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৬ দশমিক ১৬ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ২৫ দশমিক ৮৫ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সবশেষ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ২৬৭ জনের মৃত্যু হল।
চলতি মাসে সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এর আগে গত ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। জুনে এই হাসপাতালে মারা গেছেন ৪০৫ জন। রাজশাহীতে সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু কমছে না।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ছয়জন করে রাজশাহী ও পাবনার রোগী ছিলেন। এ ছাড়া দুজন করে নওগাঁ ও নাটোরের এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন রোগী ছিলেন। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন।
এর মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও পাবনার একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন। অন্য ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
মৃত ১৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ১১-২০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী এবং ষাটোর্ধ্ব সাতজন পুরুষ ছিলেন।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪ টি। বৃহস্পতিবার সকালে ভর্তি ছিলেন ৫০৭ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৮ জন, নাটোরের ৭১ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ৫৭ জন, কুষ্টিয়ার ১৫ জন, জয়পুরহাটের ছয়জন, বগুড়ার দুজন এবং চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের একজন করে রোগী ভর্তি ছিলেন।
নমুনা পরীক্ষায় এদের মধ্যে ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে আর ২০৩ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন ৫৩ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে বুধবার জেলায় মোট ১ হাজার ৭৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৬ দশমিক ১৬ শতাংশ। আর এ দিন শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ২৫ দশমিক ৮৫ শতাংশ।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৮ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে