বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’

বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরের বয়স ১৬ ও ১৩ বছর। ১৬ বছর বয়সী কিশোরকে সিরাজগঞ্জের কাজিপুর ও ১৩ বছর বয়সী কিশোরকে বগুড়ার গাবতলীর বতুয়ারকান্দী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়িই বগুড়ার ধুনট উপজেলায়।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গ্রেপ্তারকৃত দুই কিশোর। ভিডিওটি ভাইরাল হলে ১৫ নভেম্বর ছাত্রীর বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। একই দিনে র্যাব ক্যাম্পে এসে এ বিষয়ে অভিযোগ দেন মামলার বাদী। এরপর অভিযুক্তদের ধরতে যৌথ তৎপরতা শুরু করে পুলিশ ও র্যাব। পরে গতকাল তাদের বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব কর্মকর্তা তৌহিদুল মোবিন খান বলেন, ‘স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ধুনট থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান বলেন, ‘দুই কিশোর এখন থানায় আছে। কাল তাদের আদালতে পাঠানো হবে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২২ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে