আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঢাকাগামী ট্রেন। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে গন্তব্যে রওনা হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ চাকরি করেন ঢাকায়। আজ শনিবার সকালে তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছেন।
সৈয়দপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘এমনিতেই ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তার পরও কষ্ট করে ছাঁদে উঠেছিলাম। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন আক্কেলপুর রেলস্টেশনে আটকে আছি। রোদ ও গরমে ট্রেনের ছাঁদে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’
আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার বলেন, ‘পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে রয়েছে।’
আজ শনিবার সকাল ১০টায় আজকের পত্রিকাকে খাদিজা আকতার জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। দেড় ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হবে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, আক্কেলপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঢাকাগামী ট্রেন। লাইন সচল হতে দেরি হওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে গন্তব্যে রওনা হচ্ছে।
জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা আব্দুল হামিদ চাকরি করেন ঢাকায়। আজ শনিবার সকালে তাঁর কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দীর্ঘক্ষণ ধরে স্টেশনে অপেক্ষা করছেন।
সৈয়দপুর উপজেলার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘এমনিতেই ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তার পরও কষ্ট করে ছাঁদে উঠেছিলাম। সামনের স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন আক্কেলপুর রেলস্টেশনে আটকে আছি। রোদ ও গরমে ট্রেনের ছাঁদে অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে।’
আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার বলেন, ‘পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে রয়েছে।’
আজ শনিবার সকাল ১০টায় আজকের পত্রিকাকে খাদিজা আকতার জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছেছে। দেড় ঘণ্টার মধ্যে চলাচল স্বাভাবিক হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে