রাজশাহী প্রতিনিধি

একটি দাপ্তরিক চিঠিতে ‘নন মুসলিম’ শব্দ ব্যবহার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এটিকে ‘সাম্প্রদায়িক শব্দ’ আখ্যায়িত করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষকে তুলোধুনো করছেন।
আজ শুক্রবার শব্দটি প্রত্যাহার করে নতুন চিঠি ইস্যু করেছে রেল কর্তৃপক্ষ। গত বুধবার ওই চিঠি ইস্যু করা হয়েছিল। ‘পবিত্র ঈদুল আযহায় রংপুর এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে না’ জানিয়ে ইস্যু করা ওই চিঠিতে কারণ হিসেবে বলা হয়েছিল ‘নন মুসলিম’ রানিং কর্মচারী না থাকার কারণে ট্রেনটি চালানো সম্ভব হবে না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আউয়াল চিঠিতে সই করেছিলেন। চিঠিতে জানানো হয়, ‘৯ জুলাই রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে ও ১১ জুলাই ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।’
‘নন মুসলিম’ শব্দটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আজ ওই চিঠি প্রত্যাহার করা হয়। পরের চিঠিতে ‘নন মুসলিম’ শব্দের স্থলে শুধু ‘রানিং কর্মচারী স্বল্পতা থাকায়’ লেখা হয়েছে। দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অফিশিয়াল ফেসবুক পেজে এ চিঠি পোস্ট করেছেন।
এতে মহাব্যবস্থাপক লিখেছেন, ‘ফেসবুকে আমার পক্ষে স্বাক্ষরিত একটি পত্রের কিছু শব্দ আপত্তিকর মনে হওয়ায় তা নিম্নোক্তভাবে সংশোধন করা হলো। পত্রটির ভাষা কাউকে আঘাত দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। সর্বক্ষেত্রে আপনাদের সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’
এভাবে ক্ষমা চাওয়া হলেও সমালোচনা কমেনি। শুক্রবারও মহাব্যবস্থাপকের এই পোস্টে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। তবে প্রতি উত্তরে আবারও বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিম রেলের শীর্ষ কর্মকর্তা অসীম কুমার তালুকদার।
এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।’

একটি দাপ্তরিক চিঠিতে ‘নন মুসলিম’ শব্দ ব্যবহার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এটিকে ‘সাম্প্রদায়িক শব্দ’ আখ্যায়িত করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষকে তুলোধুনো করছেন।
আজ শুক্রবার শব্দটি প্রত্যাহার করে নতুন চিঠি ইস্যু করেছে রেল কর্তৃপক্ষ। গত বুধবার ওই চিঠি ইস্যু করা হয়েছিল। ‘পবিত্র ঈদুল আযহায় রংপুর এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে না’ জানিয়ে ইস্যু করা ওই চিঠিতে কারণ হিসেবে বলা হয়েছিল ‘নন মুসলিম’ রানিং কর্মচারী না থাকার কারণে ট্রেনটি চালানো সম্ভব হবে না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আউয়াল চিঠিতে সই করেছিলেন। চিঠিতে জানানো হয়, ‘৯ জুলাই রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে ও ১১ জুলাই ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।’
‘নন মুসলিম’ শব্দটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আজ ওই চিঠি প্রত্যাহার করা হয়। পরের চিঠিতে ‘নন মুসলিম’ শব্দের স্থলে শুধু ‘রানিং কর্মচারী স্বল্পতা থাকায়’ লেখা হয়েছে। দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অফিশিয়াল ফেসবুক পেজে এ চিঠি পোস্ট করেছেন।
এতে মহাব্যবস্থাপক লিখেছেন, ‘ফেসবুকে আমার পক্ষে স্বাক্ষরিত একটি পত্রের কিছু শব্দ আপত্তিকর মনে হওয়ায় তা নিম্নোক্তভাবে সংশোধন করা হলো। পত্রটির ভাষা কাউকে আঘাত দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। সর্বক্ষেত্রে আপনাদের সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’
এভাবে ক্ষমা চাওয়া হলেও সমালোচনা কমেনি। শুক্রবারও মহাব্যবস্থাপকের এই পোস্টে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। তবে প্রতি উত্তরে আবারও বিষয়টি অনিচ্ছাকৃত উল্লেখ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিম রেলের শীর্ষ কর্মকর্তা অসীম কুমার তালুকদার।
এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে