বগুড়া প্রতিনিধি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে বগুড়া থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী যোগ দেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। রাজশাহীর সমাবেশ শেষ করে বগুড়ার বেশ কয়েকজন নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া অনেক কর্মী বিভিন্ন কৌশলে পৌঁছে গেছেন ঢাকায়। ৮ ডিসেম্বরের মধ্যে অন্যরাও ঢাকায় গিয়ে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে দলের একাধিক সূত্র।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ বুধবার পর্যন্ত বগুড়া থেকে এক হাজারের বেশি নেতা-কর্মী ইতিমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। নেতাদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম, গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন এখন ঢাকায় অবস্থান করছেন। তাঁরা ছাড়া বগুড়ার বেশ কিছু নেতার বাসভবন রয়েছে ঢাকায়, তাঁরা রাজশাহীর মহাসমাবেশ শেষে সরাসরি ঢাকায় গিয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল বলেন, ‘ঢাকার সমাবেশে যোগ দিতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। কোনো শোডাউন বা গাড়ির বহর নিয়ে যাওয়া হবে না। বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করেছেন কয়েক দিন আগে থেকেই। পুলিশি হয়রানির ভয়ে নানা কৌশলে বিভিন্ন যানবাহনে এবং বিভিন্ন রুটে তাঁরা ঢাকায় ঢুকেছেন। আমি সোমবারে ঢাকায় পৌঁছেছি। জেলার ১২টি উপজেলা, ১২টি পৌরসভা, ১০৮টি ইউনিয়ন থেকে কমপক্ষে ১০ হাজার নেতা-কর্মী ঢাকার জনসভায় যোগ দেবেন বলে আশা করছি।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে সারা দেশে পরিচিত, এ কারণে শুধু নেতারাই নন, স্বেচ্ছায় অনেক কর্মীও ঢাকায় যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বগুড়া থেকে ১০ হাজারের অধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।’

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে বগুড়া থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী যোগ দেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি। রাজশাহীর সমাবেশ শেষ করে বগুড়ার বেশ কয়েকজন নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া অনেক কর্মী বিভিন্ন কৌশলে পৌঁছে গেছেন ঢাকায়। ৮ ডিসেম্বরের মধ্যে অন্যরাও ঢাকায় গিয়ে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে দলের একাধিক সূত্র।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ বুধবার পর্যন্ত বগুড়া থেকে এক হাজারের বেশি নেতা-কর্মী ইতিমধ্যে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। নেতাদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম, গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু এবং কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন এখন ঢাকায় অবস্থান করছেন। তাঁরা ছাড়া বগুড়ার বেশ কিছু নেতার বাসভবন রয়েছে ঢাকায়, তাঁরা রাজশাহীর মহাসমাবেশ শেষে সরাসরি ঢাকায় গিয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল বলেন, ‘ঢাকার সমাবেশে যোগ দিতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। কোনো শোডাউন বা গাড়ির বহর নিয়ে যাওয়া হবে না। বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা ঢাকায় ঢুকতে শুরু করেছেন কয়েক দিন আগে থেকেই। পুলিশি হয়রানির ভয়ে নানা কৌশলে বিভিন্ন যানবাহনে এবং বিভিন্ন রুটে তাঁরা ঢাকায় ঢুকেছেন। আমি সোমবারে ঢাকায় পৌঁছেছি। জেলার ১২টি উপজেলা, ১২টি পৌরসভা, ১০৮টি ইউনিয়ন থেকে কমপক্ষে ১০ হাজার নেতা-কর্মী ঢাকার জনসভায় যোগ দেবেন বলে আশা করছি।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে সারা দেশে পরিচিত, এ কারণে শুধু নেতারাই নন, স্বেচ্ছায় অনেক কর্মীও ঢাকায় যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বগুড়া থেকে ১০ হাজারের অধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে