লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ভাঙ্গাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্প পেপার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরন ইসলাম মোস্তাক (৩৪)। তিনি ওই গ্রামের নুর মোহাম্মদ মালিথার ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মিরন কৌশলে ভুক্তভোগীর চাকরিপ্রত্যাশী ছেলেকে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী গত বছরের ৬ জুলাই ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নগদ ৩ লাখ টাকা মিরন ইসলামকে দেন। পরবর্তী সময়ে ২৫ জুলাই আরও ২ লাখ এবং ২৯ জুলাই ২০ হাজার টাকা প্রদান করেন। পরে অবশিষ্ট ৪ লাখ ৮০ হাজার টাকা জন্য ভুক্তভোগীর ছেলের নামের ব্যাংকের চেক বইয়ের তিনটি ফাঁকা চেক দিলে মিরন ভুক্তভোগীকে সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তির ভুয়া নিয়োগপত্র দেন।
ওই নিয়োগ পত্রটি নিয়ে ছেলেসহ ৩১ জুলাই চট্টগ্রামের বায়েজিদ ক্যান্টনমেন্টের সামনে গেলে মো. মিরন ইসলাম মোস্তাক ভুক্তভোগীকে ফোন দিয়ে নিয়োগপত্রটি কাউকে দেখাতে নিষেধ করে বলেন ‘আমার লোক আপনার কাছে যাবে।’ দ্বিতীয় দিন গেলে তখনও একই কথা বলা হয়। তৃতীয় দিন ফোন করে বলেন, ‘বাড়িতে আসেন আপনার টাকা ফেরত দেব।’ ভুক্তভোগীর কাছে বিষয়টি সন্দেহ হলে তখন তিনি নিয়োগপত্রটি সেখানে একজন সেনাবাহিনীর সদস্যকে দেখালে সেনাবাহিনীর সদস্য জানান, নিয়োগপত্রটি সঠিক নয় বা ভুয়া।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযোগকারী বাদী হয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

নাটোরের লালপুর উপজেলায় জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ভাঙ্গাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুয়া নিয়োগপত্র ও স্ট্যাম্প পেপার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরন ইসলাম মোস্তাক (৩৪)। তিনি ওই গ্রামের নুর মোহাম্মদ মালিথার ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মিরন কৌশলে ভুক্তভোগীর চাকরিপ্রত্যাশী ছেলেকে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী গত বছরের ৬ জুলাই ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নগদ ৩ লাখ টাকা মিরন ইসলামকে দেন। পরবর্তী সময়ে ২৫ জুলাই আরও ২ লাখ এবং ২৯ জুলাই ২০ হাজার টাকা প্রদান করেন। পরে অবশিষ্ট ৪ লাখ ৮০ হাজার টাকা জন্য ভুক্তভোগীর ছেলের নামের ব্যাংকের চেক বইয়ের তিনটি ফাঁকা চেক দিলে মিরন ভুক্তভোগীকে সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তির ভুয়া নিয়োগপত্র দেন।
ওই নিয়োগ পত্রটি নিয়ে ছেলেসহ ৩১ জুলাই চট্টগ্রামের বায়েজিদ ক্যান্টনমেন্টের সামনে গেলে মো. মিরন ইসলাম মোস্তাক ভুক্তভোগীকে ফোন দিয়ে নিয়োগপত্রটি কাউকে দেখাতে নিষেধ করে বলেন ‘আমার লোক আপনার কাছে যাবে।’ দ্বিতীয় দিন গেলে তখনও একই কথা বলা হয়। তৃতীয় দিন ফোন করে বলেন, ‘বাড়িতে আসেন আপনার টাকা ফেরত দেব।’ ভুক্তভোগীর কাছে বিষয়টি সন্দেহ হলে তখন তিনি নিয়োগপত্রটি সেখানে একজন সেনাবাহিনীর সদস্যকে দেখালে সেনাবাহিনীর সদস্য জানান, নিয়োগপত্রটি সঠিক নয় বা ভুয়া।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযোগকারী বাদী হয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৫ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে