প্রতিনিধি

কালাই (জয়পুরহাট): কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোক। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন এখানকার মাছের আড়তে।
সরেজমিনে দেখা গেছে, অনেকে আড়ত থেকে মাছ কিনে বিক্রি করছেন। আবার অনেকে বৃষ্টিতে নিজের ধরা মাছ নিয়ে এসেছেন। তবে বৃষ্টি থাকার কারণে অন্য দিনের তুলনায় মাছের দাম তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ লোক বেশি করে দেশি মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।
স্থানীয় এক মাছ ব্যবসায়ী তাজমহল বলেন, `আমরা স্থানীয় পুকুর ও নদী থেকে মাছ কিনে এনে বিক্রি করি। এই বাজারে অনেক টাটকা মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকে লোকজন মাছ কিনতে আসে। ফলে এই বাজারে সব সময় মানুষের আনাগোনা লেগেই থাকে।'
নাজির হোসেন নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, বাজারে দেশি কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, রুই প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, বড় সিলভার কার্প প্রতি কেজি ২৫০ টাকা, দেশি শিং-মাগুর প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই অনেকেই বেশি করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

কালাই (জয়পুরহাট): কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোক। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন এখানকার মাছের আড়তে।
সরেজমিনে দেখা গেছে, অনেকে আড়ত থেকে মাছ কিনে বিক্রি করছেন। আবার অনেকে বৃষ্টিতে নিজের ধরা মাছ নিয়ে এসেছেন। তবে বৃষ্টি থাকার কারণে অন্য দিনের তুলনায় মাছের দাম তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ লোক বেশি করে দেশি মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।
স্থানীয় এক মাছ ব্যবসায়ী তাজমহল বলেন, `আমরা স্থানীয় পুকুর ও নদী থেকে মাছ কিনে এনে বিক্রি করি। এই বাজারে অনেক টাটকা মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকে লোকজন মাছ কিনতে আসে। ফলে এই বাজারে সব সময় মানুষের আনাগোনা লেগেই থাকে।'
নাজির হোসেন নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, বাজারে দেশি কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, রুই প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, বড় সিলভার কার্প প্রতি কেজি ২৫০ টাকা, দেশি শিং-মাগুর প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই অনেকেই বেশি করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে