চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএসএফ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এখানে গ্রেনেড মারছে। বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেব না। অনেক হয়েছে। সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।’
রোববার (৬ জুলাই) বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র শান্তিমোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, ‘সীমান্তে যদি আর কোনো পাঁয়তারা করা হয়, আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের ওপরে হত্যাচেষ্টা চালানো হয়। সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়—এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, বিশ্বের বুকে তুলে ধরতে, রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত কোনো সরকার নেয়নি।
‘চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এই রেশমশিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই—বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে। কুটির শিল্প রয়েছে। সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এ সমাবেশ থেকে আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এ দাবি পূরণ করে নেয়।’
পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংগঠক ইমরান ইমন, সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলার সমন্বয়ক মো. আলাউল হক প্রমুখ।
পরে এনসিপির জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে নওগাঁ জেলা থেকে পদযাত্রা শেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ষষ্ঠ দিনের জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করলে জেলার নেতা-কর্মী ফুল দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএসএফ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এখানে গ্রেনেড মারছে। বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেব না। অনেক হয়েছে। সীমান্তে দাদাদের অনেক বাহাদুরি হয়েছে। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।’
রোববার (৬ জুলাই) বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র শান্তিমোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, ‘সীমান্তে যদি আর কোনো পাঁয়তারা করা হয়, আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের ওপরে হত্যাচেষ্টা চালানো হয়। সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়—এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, বিশ্বের বুকে তুলে ধরতে, রপ্তানি করতে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত কোনো সরকার নেয়নি।
‘চাঁপাইনবাবগঞ্জ রেশমশিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এই রেশমশিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা চাই—বাংলাদেশের যে জাতীয় শিল্প রয়েছে। কুটির শিল্প রয়েছে। সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জবাসী দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা এ সমাবেশ থেকে আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জবাসীর এ দাবি পূরণ করে নেয়।’
পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংগঠক ইমরান ইমন, সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলার সমন্বয়ক মো. আলাউল হক প্রমুখ।
পরে এনসিপির জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে নওগাঁ জেলা থেকে পদযাত্রা শেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ষষ্ঠ দিনের জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করলে জেলার নেতা-কর্মী ফুল দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে