বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।

রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৫ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৮ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে