বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।

রাজশাহীর বাঘায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মেহেদি হাসান লিখন (২৬)। অভিযোগ রয়েছে, পদ্মায় মাছ চাষকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান লিখন ওই গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে পাবনায় একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় আহত শামীম হোসেন একই গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে কয়েকজন বন্ধু মিলে তাঁরা মাছ চাষ করছিলেন। মাছ চাষের ঘটনা নিয়ে বাড়ির পাশে রাস্তায় মেহেদি হাসান লিখন ও শামীম হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের নাফিজ হোসেন (২৫)।
একপর্যায়ে নাফিজ হোসেন তাঁর বাবাকে ডেকে নেন সেখানে। পরে তাঁর বাবা বাচ্চু মণ্ডলের কাছে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে মেহেদি হাসান লিখনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে শামীম হোসেনকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন মেহেদি হাসান লিখনকে।
আহত শামীম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীর সঙ্গে যুক্ত খালে মাছ চাষ করছিলেন। তাঁরা দুজন সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফিজ হোসেন পথরোধ করে মাছ ছাড়ার জায়গাটি তাঁর বলে দাবি করেন। তাঁকে টাকা দিয়ে অংশ নিতে বলা হয়। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কুপিয়ে জখম করেন তাঁকে।
নিহতের মা হাসিনা বেগম ভূমিহীন। আত্মীয়ের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করেন।
ছেলে হত্যার বিচার চেয়ে তিনি বলেন, মেহেদি হাসান তিন দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল। আজ মঙ্গলবার বিকেলে তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা জানান, নিহতের পরিবারের কোনো জায়গাজমি নাই। আত্মীয়ের জায়গায় পরিবার নিয়ে বসবাস করেন।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, সুরতহালে নিহতের ডান পায়ের হাঁটুর ওপরে জখম পাওয়া যায়। আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কোনো বিষয় আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
মাছ ছাড়ার জায়গাটি উন্মুক্ত জলাশয় কি না–জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, সরেজমিন তদন্ত না করে মন্তব্য করা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে নাফিজ হোসেন ও বাচ্চু মণ্ডল পলাতক। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২৯ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে