পাবনা প্রতিনিধি

প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়েছে। এসব টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় র্যাব।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ১০ সহযোগীকে আটকের ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা আটক অভিযান পরিচালনা করেন।
আটক প্রার্থী শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক আনারস।
আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি র্যাব। তবে তাঁদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।
রাতেই র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র্যাবের নিয়মিত টহল দল গতকাল রাতে উপজেলার চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল।
এহতেশামুল হক বলেন, ‘টহলের সময় সন্দেহ হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়। তাঁর গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’
র্যাব কমান্ডার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য গাড়িতে রাখা হয়েছিল। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আইনি ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়েছে। এসব টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় র্যাব।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ১০ সহযোগীকে আটকের ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা আটক অভিযান পরিচালনা করেন।
আটক প্রার্থী শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক আনারস।
আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি র্যাব। তবে তাঁদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।
রাতেই র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র্যাবের নিয়মিত টহল দল গতকাল রাতে উপজেলার চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল।
এহতেশামুল হক বলেন, ‘টহলের সময় সন্দেহ হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়। তাঁর গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’
র্যাব কমান্ডার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য গাড়িতে রাখা হয়েছিল। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আইনি ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩২ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে