উল্লাপাড়া (সিরাজগঞ্জ), প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না। মিথ্যাচারের কারণে মানুষ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশিরভাগ নেতাই মিথ্যাচার করেন।’
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।
দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে, অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘যাঁরা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন, তাঁদেরকেই ক্ষমতায় আনা হবে, নেতা নির্বাচন করা হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। তাঁরা দেশে এসে সবাই শেখ হাসিনার প্রশংসা করে গিয়েছেন। কারণ তাঁরা শেখ হাসিনার উন্নয়ন দেখেন। কিন্তু বিএনপি দেখে না, তাঁরাই শুধু প্রশংসা করেন না। আরও একটি পক্ষ আছে, যাঁদের সারা দিন দেখা যায় না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়।’
বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তাঁরা নির্বাচন চান না। তাই তাঁরা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চান।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে। এখন তাঁরা ষড়যন্ত্রের জাল বুনছেন, গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রাজনীতিতে পড়ে উল্লেখ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন হাছান মাহমুদ।
শ্রমিকের মূল্য বেড়েছে ও তাঁরা ভালো আছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন একজন শ্রমিক দৈনিক মজুরি দিয়ে ১২-১৫ কেজি চাল কিনতে পারেন।’
দেশে আর ‘কাঙাল’ নাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ মারা গেলে কাঙাল ভোজ দিলে এখন আর কোনো কাঙাল আসে না, বড়লোকরাই আসে। দেশে আর কাঙাল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, দেশে এখন আর গ্রামাঞ্চলেও আগের দিনের বাসি ভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘দ্রব্য মূল্য বড় কথা নয় বরং ক্রয়ক্ষমতা আছে কি না এটাই বড় কথা। কারণ, যখন এক আনায় দুই কেজি চাল পাওয়া যেত তখনো মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন। কিন্তু এখন মানুষ না খেয়ে মারা যায় না, কারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, প্রবীণ ও নতুনের নেতৃত্বে আরও শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না। মিথ্যাচারের কারণে মানুষ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশিরভাগ নেতাই মিথ্যাচার করেন।’
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।
দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে, অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘যাঁরা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন, তাঁদেরকেই ক্ষমতায় আনা হবে, নেতা নির্বাচন করা হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। তাঁরা দেশে এসে সবাই শেখ হাসিনার প্রশংসা করে গিয়েছেন। কারণ তাঁরা শেখ হাসিনার উন্নয়ন দেখেন। কিন্তু বিএনপি দেখে না, তাঁরাই শুধু প্রশংসা করেন না। আরও একটি পক্ষ আছে, যাঁদের সারা দিন দেখা যায় না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়।’
বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তাঁরা নির্বাচন চান না। তাই তাঁরা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চান।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে। এখন তাঁরা ষড়যন্ত্রের জাল বুনছেন, গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব রাজনীতিতে পড়ে উল্লেখ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন হাছান মাহমুদ।
শ্রমিকের মূল্য বেড়েছে ও তাঁরা ভালো আছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন একজন শ্রমিক দৈনিক মজুরি দিয়ে ১২-১৫ কেজি চাল কিনতে পারেন।’
দেশে আর ‘কাঙাল’ নাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ মারা গেলে কাঙাল ভোজ দিলে এখন আর কোনো কাঙাল আসে না, বড়লোকরাই আসে। দেশে আর কাঙাল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, দেশে এখন আর গ্রামাঞ্চলেও আগের দিনের বাসি ভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘দ্রব্য মূল্য বড় কথা নয় বরং ক্রয়ক্ষমতা আছে কি না এটাই বড় কথা। কারণ, যখন এক আনায় দুই কেজি চাল পাওয়া যেত তখনো মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন। কিন্তু এখন মানুষ না খেয়ে মারা যায় না, কারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে।’
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, প্রবীণ ও নতুনের নেতৃত্বে আরও শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জ আওয়ামী লীগ নেতাকর্মীদের।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে