তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাককে (৪৬) মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারীকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মারধরের শিকার প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন বরাবর লিখিত আবেদন করেন।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী ও মো. মাহমুদুর রহমান। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন নিশ্চিত করেছেন।
অপর দিকে তদন্ত কমিটির প্রধান উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারী আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটির সব সদস্য তদন্তের কাজ শুরু করবেন।
অভিযোগ রয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক জয়নুল আবেদীনের বিদায় অনুষ্ঠান ছিল। কিন্তু তাঁর মানপত্র আনতে দেরি হওয়ায় তিনি প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গালাগাল করে মারপিট শুরু করেন। পাশাপাশি তিনি সেখানে থাকা তাঁর দুই ছেলে ও তাঁর এক ভাতিজাসহ সাত থেকে আটজনকে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পেটানোর জন্য নির্দেশ দেন।
আর নির্দেশ পেয়েই তাঁরা লোহার রড, লাঠি নিয়ে প্রধান শিক্ষককের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক পেটাতে থাকেন। একসময় ওই প্রধান শিক্ষক রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে বিদায়ী শিক্ষক অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাককে (৪৬) মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারীকে প্রধান করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মারধরের শিকার প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন বরাবর লিখিত আবেদন করেন।
তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী ও মো. মাহমুদুর রহমান। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন নিশ্চিত করেছেন।
অপর দিকে তদন্ত কমিটির প্রধান উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. আবু রাহাত আনসারী আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটির সব সদস্য তদন্তের কাজ শুরু করবেন।
অভিযোগ রয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক জয়নুল আবেদীনের বিদায় অনুষ্ঠান ছিল। কিন্তু তাঁর মানপত্র আনতে দেরি হওয়ায় তিনি প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গালাগাল করে মারপিট শুরু করেন। পাশাপাশি তিনি সেখানে থাকা তাঁর দুই ছেলে ও তাঁর এক ভাতিজাসহ সাত থেকে আটজনকে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পেটানোর জন্য নির্দেশ দেন।
আর নির্দেশ পেয়েই তাঁরা লোহার রড, লাঠি নিয়ে প্রধান শিক্ষককের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক পেটাতে থাকেন। একসময় ওই প্রধান শিক্ষক রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে বিদায়ী শিক্ষক অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৯ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১৩ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে