নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহীতে ভুল কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে পৌঁছে দিয়েছে পুলিশ। এ ছাড়া কেন্দ্রে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে না আসা আরও এক পরীক্ষার্থীকে তা সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিল রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু তিনি ভুলক্রমে চলে যান রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে।
সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির একপর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ সেই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পৌঁছে দেন।
অন্যদিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার এভার গ্রিন মডেল কলেজের এক পরীক্ষার্থী ভুলক্রমে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না নিয়ে রাজশাহী কোর্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে চলে আসে।
সেখানে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দিলে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুজ্জামানের নজরে আসে। তিনি নিজ দায়িত্বে সেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে পরীক্ষার সুব্যবস্থা করে দেন।
এ ব্যাপারে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। যেকোনো প্রতিকূলতায় পুলিশ সদস্যরা মানুষের পাশে থাকেন। এ কারণেই এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যায় তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি, রাজশাহী মহানগরবাসী পুলিশের এসব কর্মকাণ্ডকে সহযোগিতা করবেন।’

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহীতে ভুল কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে পৌঁছে দিয়েছে পুলিশ। এ ছাড়া কেন্দ্রে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে না আসা আরও এক পরীক্ষার্থীকে তা সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিল রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু তিনি ভুলক্রমে চলে যান রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে।
সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির একপর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ সেই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পৌঁছে দেন।
অন্যদিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার এভার গ্রিন মডেল কলেজের এক পরীক্ষার্থী ভুলক্রমে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না নিয়ে রাজশাহী কোর্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে চলে আসে।
সেখানে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দিলে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুজ্জামানের নজরে আসে। তিনি নিজ দায়িত্বে সেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে পরীক্ষার সুব্যবস্থা করে দেন।
এ ব্যাপারে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। যেকোনো প্রতিকূলতায় পুলিশ সদস্যরা মানুষের পাশে থাকেন। এ কারণেই এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যায় তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি, রাজশাহী মহানগরবাসী পুলিশের এসব কর্মকাণ্ডকে সহযোগিতা করবেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে