Ajker Patrika

কেন ট্রাক প্রতীক নিলেন মাহি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৯
কেন ট্রাক প্রতীক নিলেন মাহি

নির্বাচনে ট্রাক প্রতীক বেছে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই প্রতীকই বেছে নিয়েছেন তিনি। গতকাল রোববার মাহি বলেছিলেন, তাঁর পছন্দের প্রতীক আছে, কিন্তু এখনই প্রকাশ করছেন না। 

আজ সোমবার প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা যখন জানতে চান তাঁর পছন্দের কোনো প্রতীক আছে কি না, তখন এই নায়িকা জানান, তিনি নিতে চান ট্রাক প্রতীক। সেই প্রতীকই দেওয়া হয়েছে তাঁকে। 

কেন ট্রাক প্রতীক পছন্দ, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘এই প্রতীক ভোটারদের কাছে বেশি পরিচিত হবে। যখন আমাকে মানুষ পচাবে যে ট্রাক খাদে পড়ে যাবে, ট্রাকের চাকা পাংচার হয়ে যাবে; তখন তারাই আমার প্রচারণা করবে। তাই আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট।’ 

নির্বাচনে অংশ নেওয়া সাহসের ব্যাপার জানিয়ে মাহি বলেন, ‘আমার বিরুদ্ধে যাঁরাই আছেন, তাঁরাই আমার মূল প্রতিদ্বন্দ্বী। কেউই ছোট না, সবাই আমার থেকে অনেক বিজ্ঞ। তাঁরা বছরকে বছর আমার বয়সের থেকেও বেশি সময় ধরে তাঁরা রাজনীতি করে আসছেন। তাঁদের বিরুদ্ধে দাঁড়ানো অনেক সাহসের ব্যাপার। তাই সবার আমাকে উৎসাহ দেওয়া উচিত।’ 

‘আমি বলব, সবার থেকে আমিই লেস আছি। তবু আমার কাছে মনে হয় যে আমার তানোর-গোদাগাড়ীবাসী সারা বাংলাদেশের মানুষের চেয়েও বেশি ভালোবাসে। কারণ, আমি তাদের সন্তান।’ যুক্ত করেন মাহি। 

এই আসনে এখন শাসন চলছে জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘এই যে একটা শাসনের মধ্যে আমার এলাকাবাসী আছে—মনে হচ্ছে কাকপক্ষীও মানুষকে ভয় পায়। যে নেতারা আছেন, তাঁদের ভয় পায়। আমার কাছে মনে হয়েছে আমি যদি নির্বাচিত হই, তাঁরা যদি আমাকে সম্মানিত করেন, আমি তাঁদের সঙ্গে বসে ভাত খাব। ততটুকু ফ্লেক্সিবল তাঁরা অনুভব করবে আমার সঙ্গে। আমি তাঁদের শাসন করতে চাই না। আমার মনে হয়, এই সমস্ত শোষক নেতা চান্স পাবে না।’ 

ভোটের মাঠে কোনো চাপ আসছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করছি, আমার শক্তিটা একটু হলেও বেশি। কারণ, আপনারা (সাংবাদিকেরা) আমার পাশে আছেন। আমি তো একজন কোমল হৃদয়ের মানুষ। আমি শিল্পী মানুষ। আমি তো কারও ক্ষতি করার মন-মানসিকতা রাখব না। যদিও আমার কর্মীদের অনেক হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যদি অন্য কেউ সহিংসতা করে সেটা তাহলে সাংবাদিক ভাইয়েরাই তুলে ধরবেন। সারা বিশ্ব দেখবে।’ 

প্রতীক পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহিয়া মাহি। ছবি: আজকের পত্রিকানির্বাচন কমিশনের প্রতি পূর্ণ আস্থা থাকার কথা জানিয়ে আলোচিত এই নায়িকা বলেন, ‘আমার মনে হয়, নির্বাচন ফেয়ার হবে। নির্বাচন কমিশন-প্রশাসন অনেক তৎপর। তারা সার্বক্ষণিক আমার পাশে আছে।’ 

মাহিয়া মাহি আরও বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। পরীক্ষা দেওয়ার আগে তো মানুষ মনেই করে আমি পাস করব। এখন জনগণ যেভাবে আমাকে ভালোবাসে, সেটা যদি ধারাবাহিক থাকে হুমকি-ধমকি দিয়ে যদি মানুষকে আসতে বাধা না দেয়, তাহলে আমি পাস করব। একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে।’ 

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে এই আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি নেমেছেন প্রচারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত