উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ছয় বছর পার হলেও চাকরি না পাওয়ায় হতাশায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।
মৃত রবিউল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
মৃতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে এইচএসসিতে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে হিসাববিজ্ঞানেও জিপিএ-৫ পায়। ২০১৫ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক ও ২০১৬ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে আমার ভাই। সে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছে।’
রবিউলের বাবা জহুরুল ইসলাম জানান, তাঁর ছেলে ভালো ফলাফল করার পরও ছয় বছর যাবৎ কোনো চাকরি পায়নি। এত দিনেও বেকারত্ব রবিউলের পিছু ছাড়েনি। রবিউল বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু কোথাও তাঁর চাকরি হয়নি। অন্যদিকে তাঁর সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। হতাশায় কিছুদিন যাবৎ পরিবারের কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না। তাঁর ছেলে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়েও তাঁকে ডাকা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বেকারত্বের কারণে আত্মহত্যার করেছেন কি না, তা এখনো জানি না।

স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ছয় বছর পার হলেও চাকরি না পাওয়ায় হতাশায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন রবিউল ইসলাম (৩০) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ৩টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রবিউল।
মৃত রবিউল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মহল্লার জহুরুল ইসলামের ছেলে।
মৃতের বড় ভাই হাফিজুর রহমান বলেন, ‘আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিল। উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে এইচএসসিতে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে হিসাববিজ্ঞানেও জিপিএ-৫ পায়। ২০১৫ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে স্নাতক ও ২০১৬ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে আমার ভাই। সে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছে।’
রবিউলের বাবা জহুরুল ইসলাম জানান, তাঁর ছেলে ভালো ফলাফল করার পরও ছয় বছর যাবৎ কোনো চাকরি পায়নি। এত দিনেও বেকারত্ব রবিউলের পিছু ছাড়েনি। রবিউল বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু কোথাও তাঁর চাকরি হয়নি। অন্যদিকে তাঁর সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পথে। হতাশায় কিছুদিন যাবৎ পরিবারের কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল না। তাঁর ছেলে সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়েও তাঁকে ডাকা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, গতকাল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বেকারত্বের কারণে আত্মহত্যার করেছেন কি না, তা এখনো জানি না।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩০ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে