উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন দম ফেলার ফুসরত নেই কামারিদের। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বটি, কাটারি, ছোরাসহ নানা হাতিয়ার তৈরির কাজ। কামারপল্লিতে কেউ আসছেন পুরোনো যন্ত্রগুলো মেরামত করার জন্য। আবার কেউ আসছেন নতুন করে কিনতে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় অনলাইনে আবেদনকৃত মোট প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা রয়েছে ১ হাজার ৪১ জন। এর মধ্যে কামারের সংখ্যা রয়েছে ৭০ জন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কামারিদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। বর্তমানে তারা খুব ব্যস্ত সময় পার করছেন। কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন তাঁরা। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ডগুলো হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন তাঁরা। এভাবে তৈরি করা হচ্ছে নানা ধরনের যন্ত্র।
উপজেলার দুর্গানগর ইউনিয়নের আলামিন হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি বড় ছুড়ি ও দা তৈরি করার জন্য এসেছেন। প্রতিবারের মতো এবারও এসেছেন তিনি। তবে এবার দামটা একটু বেশি বলে দাবি করছেন আলামিন হোসেন। এখন একটি কাটারির দাম ৬০০ থেকে ৭০০ টাকা এবং বড় একটা ছুরির দাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
বাকুয়া গ্রামের কামার মিজান হোসেন বলেন, ‘বছরের অন্য সময় অলস সময় পাড় করলেও কোরবানির ঈদকে ঘিরে এখন আমাদের ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিটি কামারের দোকানেই এখন টুংটাং শব্দে কেউ পুরোনো জিনিস আগুনে পিটিয়ে নতুন করছেন, কেউবা আবার লোহা কিনে এনে আগুনে পুড়িয়ে তা নানা ধরনের জিনিসে পরিণত করছে। তবে লোহা এবং কয়লার দাম বাড়ায় জিনিসের দাম এবার তুলনামূলক একটু বেশি।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোতালিব হোসেন আজকের পত্রিকাকে জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ১৫ জন কামারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার করে টাকা প্রদান করা হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন দম ফেলার ফুসরত নেই কামারিদের। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বটি, কাটারি, ছোরাসহ নানা হাতিয়ার তৈরির কাজ। কামারপল্লিতে কেউ আসছেন পুরোনো যন্ত্রগুলো মেরামত করার জন্য। আবার কেউ আসছেন নতুন করে কিনতে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় অনলাইনে আবেদনকৃত মোট প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা রয়েছে ১ হাজার ৪১ জন। এর মধ্যে কামারের সংখ্যা রয়েছে ৭০ জন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কামারিদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। বর্তমানে তারা খুব ব্যস্ত সময় পার করছেন। কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন তাঁরা। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ডগুলো হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন তাঁরা। এভাবে তৈরি করা হচ্ছে নানা ধরনের যন্ত্র।
উপজেলার দুর্গানগর ইউনিয়নের আলামিন হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি বড় ছুড়ি ও দা তৈরি করার জন্য এসেছেন। প্রতিবারের মতো এবারও এসেছেন তিনি। তবে এবার দামটা একটু বেশি বলে দাবি করছেন আলামিন হোসেন। এখন একটি কাটারির দাম ৬০০ থেকে ৭০০ টাকা এবং বড় একটা ছুরির দাম ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।
বাকুয়া গ্রামের কামার মিজান হোসেন বলেন, ‘বছরের অন্য সময় অলস সময় পাড় করলেও কোরবানির ঈদকে ঘিরে এখন আমাদের ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিটি কামারের দোকানেই এখন টুংটাং শব্দে কেউ পুরোনো জিনিস আগুনে পিটিয়ে নতুন করছেন, কেউবা আবার লোহা কিনে এনে আগুনে পুড়িয়ে তা নানা ধরনের জিনিসে পরিণত করছে। তবে লোহা এবং কয়লার দাম বাড়ায় জিনিসের দাম এবার তুলনামূলক একটু বেশি।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোতালিব হোসেন আজকের পত্রিকাকে জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ১৫ জন কামারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার করে টাকা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৪ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে