বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের কারণেই সেই ছাত্র জাহিদুল ইসলাম খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট জাহিদুল ইসলাম নামের এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন পুলিশ। তারপর সন্দেহজনকভাবে পরের দিন তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী তার ভাই রেজাউল করিম, বাবা মোবারক হোসেন এবং খালা মাসুরা বেগমকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিমের দেওয়া তথ্য মতে ২৮ আগস্ট তাঁদের বাড়ির পাশের একটি ডোবা থেকে জাহেদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাঝে মধ্যেই রাতে জাহিদুল ওই মেয়ে বন্ধুর সঙ্গে গোপনে দেখা করতে যেতেন। ঘটনার দিন রাতে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে জাহিদুলকে কিশোরীর ভাই রেজাউল এলোপাতাড়ি মারপিট শুরু করেন। একপর্যায়ে বাবা ও খালা এসেও মারপিট করতে থাকেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে এলাকার একজন পল্লি চিকিৎসককে ডেকে নিয়ে আসলে জাহিদুল মারা গেছে বলে জানান তিনি। তখন পরিবারের লোকজন মিলে জাহিদুলকে ওই রাতেই অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে উপজেলার সদর ইউনিয়নের কালারা ব্রিজ সংলগ্ন মাঠে ফেলে যায়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যার চার দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, জাহিদুল কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। জাহিদুল নাটোর সদরের পিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত ২৭ আগস্ট (শনিবার) বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। তারপর ২৮ আগস্ট (রোববার) সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকায় মরদেহ পাওয়া যায়।

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের কারণেই সেই ছাত্র জাহিদুল ইসলাম খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট জাহিদুল ইসলাম নামের এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন পুলিশ। তারপর সন্দেহজনকভাবে পরের দিন তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী তার ভাই রেজাউল করিম, বাবা মোবারক হোসেন এবং খালা মাসুরা বেগমকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিমের দেওয়া তথ্য মতে ২৮ আগস্ট তাঁদের বাড়ির পাশের একটি ডোবা থেকে জাহেদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাঝে মধ্যেই রাতে জাহিদুল ওই মেয়ে বন্ধুর সঙ্গে গোপনে দেখা করতে যেতেন। ঘটনার দিন রাতে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে জাহিদুলকে কিশোরীর ভাই রেজাউল এলোপাতাড়ি মারপিট শুরু করেন। একপর্যায়ে বাবা ও খালা এসেও মারপিট করতে থাকেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে এলাকার একজন পল্লি চিকিৎসককে ডেকে নিয়ে আসলে জাহিদুল মারা গেছে বলে জানান তিনি। তখন পরিবারের লোকজন মিলে জাহিদুলকে ওই রাতেই অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে উপজেলার সদর ইউনিয়নের কালারা ব্রিজ সংলগ্ন মাঠে ফেলে যায়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যার চার দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, জাহিদুল কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। জাহিদুল নাটোর সদরের পিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত ২৭ আগস্ট (শনিবার) বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়। তারপর ২৮ আগস্ট (রোববার) সকালে তার বাবার বাড়ি কাঁকফো এলাকায় মরদেহ পাওয়া যায়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে