শামিম রেজা, রাজবাড়ী

রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে ৯টি নদী ও ৫৪টি খাল। একসময় গ্রীষ্মকালে নদী-খালের পানি ব্যবহার করেই কৃষক ফসল ফলাতেন। আবার বর্ষাকালে বৃষ্টির পানি জমা হতো এসব জলাধারে। এতে সারা বছর পানির চাহিদা মিটত। তবে বেশ কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে শুধু গড়াই, পদ্মা ও যমুনায় পানি মিলছে।
জেলার চন্দনা, চত্রা, হড়াই, মরাকুমার, হাজরাখালী, সিরাজপুর নদী ও ৫৪টি খাল বছরের অর্ধেক সময় পানিশূন্য থাকে। এর প্রভাব পড়ছে চাষাবাদে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানিও উঠছে না। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাসহ পুরো জেলার কৃষক।
সরেজমিনে দেখা যায়, পদ্মা, যমুনা ও গড়াই ছাড়া বাকি ৬টি নদ-নদী ও ৫৪টি খাল পানিশূন্য অবস্থায় রয়েছে; যার প্রভাব পড়েছে কৃষিতে। নদীনালা, খাল-বিলে পানি না থাকায় সেচকাজে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভস্থ পানি। এতে একদিকে যেমন ফসল উৎপাদন ব্যয় বেড়েছে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ পড়ছে।
কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দোয়ারিয়া গ্রামের চাষি নিরঞ্জন কুমার দাস বলেন, ‘নদীতে ৪ মাস পানি থাকে। মেশিনেও পানি ওঠে না, জমিতে যে পানি দেব, সেই ব্যবস্থাও নেই। নদীতে পানি থাকলে ধান, পাট ও পেঁয়াজখেতে সেচ দেওয়া যাবে। নদীতে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত পানি থাকে। নদী যদি গভীর করে খনন করা হয়, তাহলে পানি থাকবে।’
হাতেম আলী নামের আরেক চাষি বলেন, নদীতে পানি নেই, মেশিন থেকেও পানি উঠছে না। এতে কৃষকেরা জমিতে পানি দিতে পারছেন না। এমনকি নলকূপেও পানি উঠছে না। যে জমিতে ৫০ মণ পেঁয়াজ হবে, পানির অভাবে সেই জমিতে ২০ মণও পেঁয়াজ হচ্ছে না। ফসল উৎপাদন করা কৃষকের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে পানি ওঠাতে গেলে খরচ বেশি হয়ে যাচ্ছে।’
চন্দনি ইউনিয়নের চাষি ফিরোজ শেখ বলেন, ‘আমাদের এখান দিয়ে চত্রা নদী গেছে। এই নদীতে এখন পানি নেই। আষাঢ় মাসে নদীতে পানি আসে। চার-পাঁচ মাস পানি থাকে। এখন শুষ্ক মৌসুমে ফসলের খেতে সেচ দিতে খুবই সমস্যা হচ্ছে। সেচের মেশিন দিয়ে পানি খুবই কম উঠছে স্তর নিচে নেমে যাওয়ায়। নদী-খালে পানি থাকলে কৃষকের উপকার হতো। সারা বছর পানি থাকার জন্য খনন দরকার।’
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. গোলাম রাসুল বলেন, ‘শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে যখন পানি থাকে না, তখন ছোট নদী ও খালগুলো পানিশূন্য থাকে। এতে করে কৃষিতে সমস্যা হচ্ছে; বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি ও জেলা সদরের কৃষকেরা সেচপাম্পেও পর্যাপ্ত পানি পাচ্ছেন না।’
রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, ‘নদীতে নাব্যতা একদমই নেই। একসময় পানির আধার ছিল নদী, খাল, বিলগুলো। বর্ষাকালে বৃষ্টি থেকে আমরা যে পানি পেতাম, সেই পানি তো ধরে রাখা যাচ্ছে না। ওই পানি ধরে না রাখার কারণে যে পানি ভূগর্ভে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। এ জন্য আমরা প্রতিবছর ভূগর্ভ থেকে যে পানি তুলছি, সে পরিমাণ পানি রিচার্জ হচ্ছে না; যে কারণে সংকট দেখা দিচ্ছে। যদি নদীগুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে পারি, খাল-বিলে পর্যাপ্ত পানি রাখতে পারি, তাহলে অনেকাংশে এই সংকট কেটে যাবে।’
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এম এ শামীম আজকের পত্রিকাকে বলেন, পদ্মা, যমুনা ও গড়াই ছাড়া জেলায় মোট ৯টি নদী রয়েছে। বড় তিনটি নদীতেও শুষ্ক মৌসুমে পানির স্তর কম থাকে। এ সময় অন্য ছোট নদীগুলোর পানির স্তর আরও অনেক নিচে থাকে; যে কারণে শুষ্ক মৌসুমে ছোট নদীগুলোয় পানিপ্রবাহ পাওয়া যায় না।

রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে ৯টি নদী ও ৫৪টি খাল। একসময় গ্রীষ্মকালে নদী-খালের পানি ব্যবহার করেই কৃষক ফসল ফলাতেন। আবার বর্ষাকালে বৃষ্টির পানি জমা হতো এসব জলাধারে। এতে সারা বছর পানির চাহিদা মিটত। তবে বেশ কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে শুধু গড়াই, পদ্মা ও যমুনায় পানি মিলছে।
জেলার চন্দনা, চত্রা, হড়াই, মরাকুমার, হাজরাখালী, সিরাজপুর নদী ও ৫৪টি খাল বছরের অর্ধেক সময় পানিশূন্য থাকে। এর প্রভাব পড়ছে চাষাবাদে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানিও উঠছে না। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাসহ পুরো জেলার কৃষক।
সরেজমিনে দেখা যায়, পদ্মা, যমুনা ও গড়াই ছাড়া বাকি ৬টি নদ-নদী ও ৫৪টি খাল পানিশূন্য অবস্থায় রয়েছে; যার প্রভাব পড়েছে কৃষিতে। নদীনালা, খাল-বিলে পানি না থাকায় সেচকাজে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভস্থ পানি। এতে একদিকে যেমন ফসল উৎপাদন ব্যয় বেড়েছে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তরেও চাপ পড়ছে।
কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দোয়ারিয়া গ্রামের চাষি নিরঞ্জন কুমার দাস বলেন, ‘নদীতে ৪ মাস পানি থাকে। মেশিনেও পানি ওঠে না, জমিতে যে পানি দেব, সেই ব্যবস্থাও নেই। নদীতে পানি থাকলে ধান, পাট ও পেঁয়াজখেতে সেচ দেওয়া যাবে। নদীতে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত পানি থাকে। নদী যদি গভীর করে খনন করা হয়, তাহলে পানি থাকবে।’
হাতেম আলী নামের আরেক চাষি বলেন, নদীতে পানি নেই, মেশিন থেকেও পানি উঠছে না। এতে কৃষকেরা জমিতে পানি দিতে পারছেন না। এমনকি নলকূপেও পানি উঠছে না। যে জমিতে ৫০ মণ পেঁয়াজ হবে, পানির অভাবে সেই জমিতে ২০ মণও পেঁয়াজ হচ্ছে না। ফসল উৎপাদন করা কৃষকের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে পানি ওঠাতে গেলে খরচ বেশি হয়ে যাচ্ছে।’
চন্দনি ইউনিয়নের চাষি ফিরোজ শেখ বলেন, ‘আমাদের এখান দিয়ে চত্রা নদী গেছে। এই নদীতে এখন পানি নেই। আষাঢ় মাসে নদীতে পানি আসে। চার-পাঁচ মাস পানি থাকে। এখন শুষ্ক মৌসুমে ফসলের খেতে সেচ দিতে খুবই সমস্যা হচ্ছে। সেচের মেশিন দিয়ে পানি খুবই কম উঠছে স্তর নিচে নেমে যাওয়ায়। নদী-খালে পানি থাকলে কৃষকের উপকার হতো। সারা বছর পানি থাকার জন্য খনন দরকার।’
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. গোলাম রাসুল বলেন, ‘শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে যখন পানি থাকে না, তখন ছোট নদী ও খালগুলো পানিশূন্য থাকে। এতে করে কৃষিতে সমস্যা হচ্ছে; বিশেষ করে পাংশা, বালিয়াকান্দি ও জেলা সদরের কৃষকেরা সেচপাম্পেও পর্যাপ্ত পানি পাচ্ছেন না।’
রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাকারিয়া বলেন, ‘নদীতে নাব্যতা একদমই নেই। একসময় পানির আধার ছিল নদী, খাল, বিলগুলো। বর্ষাকালে বৃষ্টি থেকে আমরা যে পানি পেতাম, সেই পানি তো ধরে রাখা যাচ্ছে না। ওই পানি ধরে না রাখার কারণে যে পানি ভূগর্ভে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। এ জন্য আমরা প্রতিবছর ভূগর্ভ থেকে যে পানি তুলছি, সে পরিমাণ পানি রিচার্জ হচ্ছে না; যে কারণে সংকট দেখা দিচ্ছে। যদি নদীগুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে পারি, খাল-বিলে পর্যাপ্ত পানি রাখতে পারি, তাহলে অনেকাংশে এই সংকট কেটে যাবে।’
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এম এ শামীম আজকের পত্রিকাকে বলেন, পদ্মা, যমুনা ও গড়াই ছাড়া জেলায় মোট ৯টি নদী রয়েছে। বড় তিনটি নদীতেও শুষ্ক মৌসুমে পানির স্তর কম থাকে। এ সময় অন্য ছোট নদীগুলোর পানির স্তর আরও অনেক নিচে থাকে; যে কারণে শুষ্ক মৌসুমে ছোট নদীগুলোয় পানিপ্রবাহ পাওয়া যায় না।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে