রাজবাড়ী প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ্যগুলো এক টাকা করে।
১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’
কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’
মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে মাত্র ১০ টাকায় ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য এত কম টাকায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
২১০টি পরিবার ১০ টাকায় ১০টি পণ্য কেনেন। চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১৬টি পণ্যের মধ্যে বাছাই করে ১০টি পণ্য কিনতে পারবে একটি পরিবার। এসব পণ্যের মধ্যে শুধু তিন কেজি চালের মূল্য ১ টাকা। বাকি পণ্যগুলো এক টাকা করে।
১০ টাকায় বিভিন্ন পণ্য কিনতে আসা হাজেরা বেগম বলেন, ‘১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পারব, ভাবতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন দেখতাম আব্বা এক টাকা কেজিতে চাল কিনত। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি ১০ টাকায়। ১০ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।’
কণা খাতুন বলেন, ‘১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে ১ হাজার টাকার বেশি লাগত। সেখানে মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।’
মনির শেখ বলেন, ‘বাবারে ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাব, ভাবতেও পারি নাই। মনের ভেতর খুবই শান্তি লাগছে ১০ টাকায় চাল, তেল, মুরগি, ডিম, ছোলা কিনতে পেরে।’
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, রোজার মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এ জন্য তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য কিনতে পারবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘রোজার মাস উপলক্ষে প্রতিবছরের মতো বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এ আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে স্বাগত জানাই।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৬ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৫ মিনিট আগে